• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেঞ্চুরি হাঁকিয়ে ফ্র্যাঞ্চাইজিদের জবাব আশরাফুলের


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ১১, ২০১৮, ১০:১৯ পিএম
সেঞ্চুরি হাঁকিয়ে ফ্র্যাঞ্চাইজিদের জবাব আশরাফুলের

ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের ক্রিকেটের এক সময়ের বিস্ময় বালক মোহাম্মদ আশরাফুল। অথচ চলতি বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) কোনও ফ্র্যাঞ্চাইজি তাকে দলের নেয়ার আগ্রহ দেখায়নি। শেষ পর্যন্ত দল পেলেও শুরুতেই ডাক মেরেছেন। তবে সুসময় আসতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি টাইগারদের সাবেক অধিনায়ককে।

মঙ্গলবার  রাজশাহীতে (১১ ডিসেম্বর) প্রথম দিনে উত্তরাঞ্চলের বিপক্ষে সেঞ্চুরি করে অপরাজিত আছেন পূর্বাঞ্চলের এই ব্যাটসম্যান। আগের ম্যাচে ৪ উইকেট ও ৬৪ রানের পর আজ চতুর্থ রাউন্ডের প্রথম দিনে সেঞ্চুরি করেছেন। দিন শেষে অপরাজিত ১০৭ রানে। বাংলাদেশের সাবেক অধিনায়কের সঙ্গে রনি তালুকদারের দুইশ ছাড়ানো অনবদ্য এক জুটিতে রানের পাহাড় গড়ছে পূর্বাঞ্চল। উত্তরাঞ্চলের বিপক্ষে প্রথম দিনে পূর্বাঞ্চলের স্কোর ৩ উইকেটে ৩৫৪ রান।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে গেল দুই মৌসুম খেরেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। গতবার সেঞ্চুরি করেছিলেন পাঁচটি। কিন্তু বড় দৈর্ঘ্যের ক্রিকেটে খুব একটা নজর কাড়তে পারেননি।

আজকের ম্যাচে সেঞ্চুরি সম্পর্কে জানতে চাইলে আশরাফুল বলেন, ‘এখন ভালো লাগছে। বিসিএলের শুরুতে দল পাইনি। পরে দলের কয়েকজন ইমার্জিং কাপ খেলতে যাওয়ায় পূর্বাঞ্চলে সুযোগ পেয়েছি। এখন চেষ্টা করছি সুযোগটা কাজে লাগাতে।’

এদিকে চট্টগ্রামে অনুষ্ঠিত আরেক ম্যাচে দক্ষিণাঞ্চলের বিপক্ষে ৮ উইকেটে ২৩৪ রান করেছে মধ্যাঞ্চল। এদিন ব্যাট হাতে উজ্জ্বল সাদমান ইসলাম। মধ্যাঞ্চলের এই ওপেনার বিপদের সময় হাল ধরেন মার্শাল আইয়ুবকে নিয়ে। ৮৫ রানের জুটি গড়েন দুজন। আব্দুর রাজ্জাক এই জুটি ভাঙেন মার্শালকে ৪৪ রানে ফিরিয়ে। তারপর সাদমান ইনিংস সেরা ৬০ রানে রানআউট হলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মধ্যাঞ্চল। তাইবুর রহমান একপ্রান্ত আগলে রেখে ৪৩ রানে অপরাজিত ছিলেন।

আল আমিন হোসেন দক্ষিণাঞ্চলের পক্ষে তিনটি উইকেট নিয়ে সেরা বোলার। দুটি করে পান রাজ্জাক ও মেহেদী হাসান।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!