• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেনবাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই


নোয়াখালী প্রতিনিধি জুন ৩, ২০১৮, ০৩:৩৮ পিএম
সেনবাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই

নোয়াখালী : জেলার সেনবাগ উপজেলা ছমির মুন্সির হাট বাজারে রোববার (৩ জুন) ভোরে বৈদ্যুতিক শার্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই বাজারে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে সম্পূর্ণ ছাঁই হয়ে গেছে। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। পুড়ে যাওয়া দোকানগুলো হচ্ছে- রাজু ইলেক্ট্রিক, মাহিম কনফেশনারী, মা কুলিং কর্ণাও, খান টেলিকম ও আল মদিনা মেডিকেল হল।

এ সময় হাবিব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আংশিক ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে চৌমুহনী থেকে ফায়ার সার্ভিস (দমকল) বাহিনীর দুইটি ইউনিট দীর্ঘ দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ওই ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

ব্যবসায়ীদের অভিযোগ দীর্ঘদিন থেকে সেনবাগে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি করে আসলেও আজ পর্যন্ত ফায়ার সার্ভিস স্টেশনটি স্থাপিত হয়নি। যাদি সেনবাগে ফায়ার স্টেশন থাকতো তাহলে ক্ষয়ক্ষতি আরো কম হতো। এখানে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানিয়েছেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!