• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেনাবাহিনী নিয়ে উচ্ছ্বসিত হয়ে লাভ নেই


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৪, ২০১৮, ০২:২৯ পিএম
সেনাবাহিনী নিয়ে উচ্ছ্বসিত হয়ে লাভ নেই

ঢাকা: সেনাবাহিনী নিরপেক্ষভাবে কাজ করবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সেনাবাহিনী কোনও দলের না, কোনও জোটরে না, কারও পক্ষে যাবে না। তাই সেনাবাহিনী নিয়ে উচ্ছ্বসিত হয়ে লাভ নেই বলে মন্তব্য করেন কাদের।

সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে ফেনীতে নির্বাচনী এক জনসভায় তিনি এ সব কথা বলেন।

এর আগে গতকাল রোববার জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন আশা প্রকাশ করে বলেছেন, সশস্ত্র বাহিনী কোনও ব্যক্তি বা গোষ্ঠীর জন্য দেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করবে না।

সশস্ত্র বাহিনীকে স্বাগত জানিয়ে ড. কামাল বলেন, আশা করছি সশস্ত্র বাহিনী মোতায়েনের ফলে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করবে যা এতদিন ছিল না।

ড. কামাল হোসেনের এই আশাবাদের প্রেক্ষিতে ওবায়দুল কাদের আজ বলেন, সেনাবাহিনী নিয়ে উচ্ছ্বসিত হয়ে লাভ নেই। কারণ সেনাবাহিনী নিরপেক্ষভাবে কাজ করবে।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ সোমবার থেকে সারাদেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তারা ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে টহল ও অন্যান্য আভিযানিক কার্যক্রম পরিচালনা করবে সশস্ত্র বাহিনীর সদস্যরা।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!