• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেমিফাইনালে স্বপ্না-কৃঞ্চাকে পাচ্ছেনা বাংলাদেশ!


ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ২৮, ২০১৯, ০৬:৪৫ পিএম
সেমিফাইনালে স্বপ্না-কৃঞ্চাকে পাচ্ছেনা বাংলাদেশ!

ফাইল ছবি

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে আয়োজিত ‘বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ’ স্বরনীয় করে রাখতে চায় স্বাগতিক বাংলাদেশ। সংযুক্ত আরব-আমিরাত এবং কিরগিজস্তানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কাঙ্ক্ষিত সেই পথে এগোচ্ছে লাল সবুজ জার্সিধারীরা। প্রথমবারের মতো আয়োজিত ছয় জাতির এই নারী টুর্নামেন্টে ফাইনালে পৌঁছাতে আর মাত্র একটি জয় চাই মৌসুমী-মারিয়াদের।

সেই লক্ষ্য সামনে রেখে সোমবার (৩০ এপ্রিল) মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য দ্বিতীয় সেমিফাইনালে মঙ্গোলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। অচেনা এই প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামার আগে খানিকটা দুঃসংবাদ হয়ে এসেছ সিরাত জাহান স্বপ্না ও কৃঞ্চা রাণী সরকারের চোট। কিরগিজস্তানের বিপক্ষে চোট পেয়ে মাঠ ছাড়েন দলের এই দুই তারকা খেলোয়াড়। সেমিফাইনালে তাদের না খেলার সম্ভাবনাই বেশি।  

রোববার (২৮ এপ্রিল) দুপুরে বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কৃষ্ণার চেয়ে স্বপ্নার অবস্থা গুরুতর জানিয়ে দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘তাদের এমআরআই করানো হয়েছে, রিপোর্ট আজ (রোববার) পাওয়ার কথা। দেখা যাক কী হয়।’

তবে স্বপ্না-কৃঞ্চা না খেললেও সমস্যা দেখছেন না কোচ। কারণ, কিরগিজস্তানের বিরুদ্ধে চোটে পড়া এই দুই খেলোয়াড়ের পরিবর্তে খেলেছিলেন মার্জিয়া ও তহুরা। গোলাম রব্বানী ছোটন বলেন, ‘কিরগিজস্তানের বিরুদ্ধে বদলি হিসেবে নেমে মার্জিয়া-তহুরা ভাল খেলেন। এতেই প্রমাণিত হয় আমাদের রিজার্ভ বেঞ্চ শক্তিশালী। আশা করি কোনো সমস্যা হবে না।’

গ্রুপ পর্বে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ। কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠা। মেয়েরা সেটা ভালোভাবে করে দেখিয়েছে। আর মাঠে এসে মেয়েদের উৎসাহ দেওয়ার জন্য দর্শকদের ধন্যবাদ জানাই।’

সেমিফাইনালে প্রতিপক্ষ সম্পর্কে বাংলাদেশের কোচ বলেন, ‘মঙ্গোলিয়া খুবই ভালো দল। ভালো খেলেই তারা সেমিফাইনালে এসেছে। আর আমাদের মেয়েরা গত দুই ম্যাচের মতো সেমিতেও ভালো খেলবে বিশ্বাস আমার। সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে তারা জেতার জন্য। আগের ভুলত্রুটিগুলো থেকে বেরিয়েও উন্নতি করবে।’

এক প্রশ্নের জবাবে গোলাম রব্বানী ছোটন বলেন, ‘মঙ্গোলিয়ার খেলা টিভিতে দেখেছি। কোচিং স্টাফদের সবাই আমরা মাঠে গিয়েও দেখেছি। আমার কাছে মনে হয়েছে কিরগিজস্তান, সংযুক্ত আরব আমিরাত ও মঙ্গোলিয়া একই ধরনের দল। সবার কৌশল কাছাকাছি। মঙ্গোলিয়াও আমাদের আক্রমণ থামাতে চেষ্টা করবে। তবে শঙ্কিত নই আমরা। তাদের দুটি ম্যাচ আমরা দেখেছি, আমাদের হোমওয়ার্কও হয়েছে।’

বাংলাদেশ দলের অধিনায়ক মিসরাত জাহান মৌসুমী বলেন, ‘সেমিফাইনালের জন্য আমরা প্রস্তুত। মঙ্গোলিয়ার খেলার ধরণ সম্পর্কে আমাদের কোচ জানিয়েছেন। সেটা বিবেচনা করে মাঠে আমাদের সেরাটা প্রয়োগ করলে বড় ব্যবধানে জিততে পারবো।’

সংবাদ সম্মেলনে মঙ্গোলিয়া কোচ কাওয়ামাতো নাওকো, ‘বাংলাদেশের আক্রমণভাগ শক্তিশালী। তারা দুই দিক থেকে আক্রমণ করে। আমাদের চেষ্টা থাকবে সেগুলো নষ্ট করা। দুই দলের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। আশা করি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে এটা।’

টুর্নামেন্টের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে কিরগিজস্তানের বিরুদ্ধে ২-১ গোলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে স্বাগতিক মেয়েরা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!