• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেমিফাইনালের পথে আজ বাংলাদেশের অগ্নিপরীক্ষা


ক্রীড়া প্রতিবেদক জুন ১৭, ২০১৯, ০১:১২ পিএম
সেমিফাইনালের পথে আজ বাংলাদেশের অগ্নিপরীক্ষা

ঢাকা : বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দু’দলই এক বিন্দুতে দাঁড়িয়ে। দু’দলই সমান ৩ পয়েন্ট করে পেয়েছে। দু’দলেরই আছে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা। সেই সম্ভাবনা আরও উজ্জ্বল করতে দু’দলের কাছে জয়ের বিকল্প নেই। গত এক বছরে বাংলাদেশ-উইন্ডিজ একে অপরের মুখোমুখি হয়েছে মোট ১৯ বার। এর মধ্যে ওয়ানডে ছিল ৯টি। বাংলাদেশ জিতেছে ৭টি ম্যাচ। সাম্প্রতিক পারফরম্যান্সে তাই পরিষ্কারভাবে এগিয়ে বাংলাদেশ। দেশের মাটিতে সিরিজ জিতেছে, জয় এসেছে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে। বিশ্বকাপের ঠিক আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ জিতেছে তিন ম্যাচই।

তবে সেই পরিসংখ্যানকে একদমই পাত্তা দিচ্ছেন না মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ অধিনায়ক মনে করিয়ে দিলেন, নিজেদের দিনে এই ওয়েস্ট ইন্ডিজ দল হয়ে উঠতে পারে ভয়ঙ্কর,‘দ্বিপাক্ষিক সিরিজ ও এই ধরনের টুর্নামেন্টের বাস্তবতা এক নয়। একইরকম মাইন্ডসেট থাকে না। এই ওয়েস্ট ইন্ডিজ দল যে কোনো কিছু করতে পারে। নিজেদের দিনে যে কোনো দলকে গুঁড়িয়ে দিতে পারে। আগের ৯ ম্যাচের ৭টি জিতেছি বলেই আরেকটি জয়ের গ্যারান্টি নেই। নতুন ম্যাচে শুরু থেকেই আবার শুরু করতে হবে। আবার ভালো খেলেই জিততে হবে।’

জেসন হোল্ডারের অবশ্য নিজেদের আন্ডারডগ মানতে আপত্তি নেই। বিশ্বকাপে যে আগের ম্যাচগুলোর পারফরম্যান্সের প্রভাব থাকবে না, ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জানিয়ে রাখলেন সেটিও,‘ সাম্প্রতিক সময়ে আমরা বেশ কয়েকবার পরস্পরের মুখোমুখি হয়েছি, ওরা আমাদের চেয়ে ভালো করেছে। আমাদেরকে আন্ডারডগ বললে, সেটি উপযুক্তই। সবশেষ ৯ ম্যাচের ৭টি হারলে সেটি বলাই যায়। তবে সবাই দেখেছি, এবারের বিশ্বকাপ কেমন হচ্ছে। তুমুল লড়াই হয়েছে অনেক ম্যাচেই, দু-একটি অঘটনও দেখা গেছে।এটা নতুন মঞ্চ, নতুন দিন, নতুন সুযোগ। ক্রিকেট খেলাটা নির্ভর করে নির্দিষ্ট দিনের ওপর। চ্যালেঞ্জের জন্য আমরা প্রস্তুত, মুখিয়ে আছি ভালো খেলতে।’

এই ম্যাচের আগে পয়েন্ট টেবিলে দুই দল আছে প্রায় কাছাকাছিই। ৪ ম্যাচে এক জয়, দুই হার, আরেকটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। দুই দলেরই পয়েন্ট তিন।এর পরের ম্যাচেই বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে, সামনে আছে ভারতের বিপক্ষে লড়াইও। এই ম্যাচে তাই জয় ছাড়া আর কিছু ভাবছেন না মাশরাফি,‘ শেষ কথা হলো, জয় প্রয়োজন। আমরা যদি আরও একটি ম্যাচ বেশি জিতে থাকতাম, তবু এই ম্যাচে জয় প্রয়োজন ছিলই। জয়ের বিকল্প আসলে কিছু নেই।’

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
১) তামিম ইকবাল
২) সৌম্য সরকার
৩) সাকিব আল হাসান
৪) মুশফিকুর রহীম
৫) মোহাম্মদ মিঠুন
৬) মাহমুদউল্লাহ্
৭) মোসাদ্দেক হোসেন সৈকত
৮) মেহেদী হাসান মিরাজ
৯) মাশরাফি বিন মতুর্জা
১০) রুবেল হোসেন ও
১১) মুস্তাফিজুর রহমান

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!