• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সেহরি ও ইফতারের সময়সূচি


নিউজ ডেস্ক এপ্রিল ৮, ২০১৯, ০৪:৪০ পিএম
সেহরি ও ইফতারের সময়সূচি

ছবি সংগৃহীত

ঢাকা: হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পরিচিত। সেই হিসাবে আগামী ২১ এপ্রিল রোববার দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত। শবে বরাতের ১৪-১৫ দিন পর রমজান মাসের চাঁদ ওঠে। চাঁদ দেখা সাপেক্ষে ৫ বা ৬ মে রোজা শুরু হতে পারে।

তবে ৭ মে রমজান শুরুর সময় ধরে ইসলামিক ফাউন্ডেশন সেহরি ও ইফতারের সময়সূচি প্রস্তুত করেছে। সোমবার ইসলামিক ফাউন্ডেশন থেকে মেইলে ১৪৪০ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের এই সময়সূচি গণমাধ্যমে পাঠানো হয়েছে।

এই সময়সূচি অনুযায়ী, ৭ মে প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোর রাত ৩টা ৫২ মিনিট এবং ইফতারের সময় ৬টা ৩৪ মিনিট। তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ১১ মিনিট পর্যন্ত যোগ করে ও ১০ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন।

সেহরি ও ইফতারের সময়সূচি:

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!