• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সৈকতে ভেসে এল মৃত ডলফিন


টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি এপ্রিল ৫, ২০২০, ১২:১৫ এএম
সৈকতে ভেসে এল মৃত ডলফিন

ঢাকা : কক্সবাজারের টেকনাফ শামলাপুর  সমুদ্র সৈকতে মৃত এক ডলফিন ভেসে এসেছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে টেকনাফ শামলপুর সমুদ্র সৈকতে মৃত ডলফিন ভেসে  আসে। ধারণা করা হচ্ছে মাছ ধরার জালে আটকা পড়লে জেলেরা ডলফিনটিকে কূলে ফেলে দেয়।

এদিকে গত কয়েকদিন আগে পর্যটক শুন্য কক্সবাজার-টেকনাফ সমুদ্র সৈকতে বিরল ডলফিনগুলো দলবেধে খেলা করতে দেখা গেছে। কিন্তু জেলেদের উৎপাতে কদিন ধরে এই ডলফিনের আনাগুনা কমে গেছে।

পরিবেশবাদীরা জানায়, ডলফিন খাবার সংগ্রহের জন্য মাছের পালের পেছনে থাকে। জেলেরাও বিষয়টা জানে। মাছধরার জন্য জেলেরা সাগরের ডলফিনের চারপাশে জাল দিয়ে ঘিরে ফেলে। এ সময় জেলেদের জালে আটকা পড়ে ডলফিনগুলো মারা যাচ্ছে।

স্থানীয় যুবলীগ নেতা দেলোয়া হোসেন বলেন, দুপুরে টেকনাফ শামলাপুর সমুদ্রে সৈকতে একটি মৃত ডলফিন ভেসে এসেছে। এ সময় সেটি দেখতে লোকজন ভিড় করে। আবার অনেক ছবি তুলতে দেখা যায়। বিকেল পর্যন্ত মাছটি সেখানে পরে থাকে।

কক্সবাজারের পরিবেশ বিষয়ক সংস্থা ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটির (ইয়েস) প্রধান নির্বাহী এম ইব্রাহিম খলিল মামুন বলেন, ‘এই সময়ে ডলফিন মারা যাবার প্রশ্ন আসেনা। হয়তো দুটি কারনে ডলফিন মাছ মারা যাচ্ছে। এক পানি দূষিত ,  দ্বিতীয় জেলেদের জালে আটকা পরলে মেরে ফেলা হচ্ছে। এসব ডলফিন রক্ষার্থে জেলেদের সচেতনতা এবং পানির দূষণ কমানো।

তবে সমুদ্রে সৈকতে মৃত ডলফিন ভেসে আসা খবরটি জানা নেই বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!