• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সোমবার থেকে পাওয়া যাবে নতুন নোট


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৭, ২০১৮, ০৬:০২ পিএম
সোমবার থেকে পাওয়া যাবে নতুন নোট

প্রতীকী ছবি

ঢাকা: ঈদুল আযহা উপলক্ষে আগামী সোমবার (১৩ আগস্ট) থেকে নতুন নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। ছুটির দিন ব্যতীত ২০ আগস্ট পর্যন্ত নতুন টাকা নিতে পারবেন সাধারণ জনগণ।

মঙ্গলবার (৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।     

বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে নতুন নোট বিনিময় করা হবে। এ ছাড়া, ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ১৪টি শাখা থেকেও নতুন নোট বিনিময় করা যাবে।

উল্লেখিত সময়ের মধ্যে ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না।

যেসব ব্যাংকে ও শাখায় নতুন টাকা পাওয়া যাবে

রাজধানীর যাত্রাবাড়ীর ন্যাশনাল ব্যাংক, জাতীয় প্রেস ক্লাবের অগ্রণী ব্যাংক, বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখার সোস্যাল ইসলামী ব্যাংক, ধানমন্ডির ব্যাংক এশিয়া, উত্তরার ঢাকা ব্যাংক, জনতা ব্যাংকের আব্দুল গণি রোডের করপোরেট শাখা, দি সিটি ব্যাংকের মিরপুর শাখা, মালিবাগ চৌধুরী পাড়ার শাহজালাল ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংকের বনানী শাখা, সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা এবং রূপালী ব্যাংকের মহাখালী শাখায় নতুন টাকা পাওয়া যাবে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!