• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সোহরাওয়ার্দীতে আজ ঐক্যফ্রন্টের জনসভা


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৫, ২০১৮, ০৯:২৩ পিএম
সোহরাওয়ার্দীতে আজ ঐক্যফ্রন্টের জনসভা

ঢাকা : সিলেটের পর এবার ঢাকায় জনসভা করবে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট। মঙ্গলবার (৬ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ জনসভার অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

সোমবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় জনসভার অনুমতি চাইতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়ে যায় তিন সদস্যের একটি প্রতিনিধিদল। তারা ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করে সভার অনুমতি চান। পরে ডিএমপির পক্ষ থেকে ঐক্যফ্রন্টকে জনসভার অনুমতি প্রদানের কথা জানানো হয়।

সমাবেশের অনুমতি পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন প্রতিনিধিদলের অন্যতম সদস্য বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ। বিএনপির এই নেতা জানান, ডিএমপি সোহরাওয়ার্দীতে শান্তিপূর্ণ জনসভার অনুমতি দিয়েছে। চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূঁইয়ার নেতৃত্বে প্রতিনিধিদলে আরো ছিলেন- সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

এদিকে, জাতীয় নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে আগামীকাল বুধবার দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। গত ১ নভেম্বর প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগের সঙ্গে গণভবনে প্রথম দফার বৈঠক শেষ হলেও সংলাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে ৩ নভেম্বর ফের প্রধানমন্ত্রী বরাবর চিঠি দেয় ঐক্যফ্রন্ট।

গত শুক্রবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সাত দফা দাবি আদায়ে জাতীয় ঐক্যফ্রন্ট ৬ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চায় বলে জানান। বিএনপি, জাতীয় ঐক্য প্রক্রিয়া, জেএসডি ও নাগরিক ঐক্য নিয়ে গত ১৩ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ ঘটে।

নতুন জোটের সাত দফা দাবির মধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ বাতিল, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ সরকার গঠন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার নিশ্চিত করার পাশাপাশি গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন ও নির্বাচনে ইভিএম ব্যবহার না করার নিশ্চয়তা প্রদানের কথাও বলা হয়েছে। এসব দাবির পরিপ্রেক্ষিতে সরকারের সঙ্গে সংলাপ হয় ঐক্যফ্রন্টের।

সর্ববৃহৎ জনসমাবেশ হবে : এদিকে, সোহরাওয়ার্দী উদ্যানে আজ মঙ্গলবার জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে স্মরণকালের সর্ববৃহৎ জনসমাবেশ হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান।

সোমবার (৫ নভেম্বর) দুপুরে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে একটি প্রতিনিধি দল সমাবেশের প্রস্তুতি নিতে মাঠ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে এই প্রত্যাশা ব্যক্ত করেন।

আমান উল্লাহ আমান বলেন, ‘আমাদের এই সমাবেশ আয়োজন করতে খুবই অল্প সময় পেয়েছি। কিন্তু তারপরেও জনগণের যে আকাক্সক্ষা, গণজাগরণ, সেই গণজাগরণের মধ্য দিয়ে ইদানিংকালের সর্ববৃহৎ একটি সমাবেশ হবে।

জাতীয় ঐক্যফ্রন্টের দেয়া যে ৭ দফা দাবি, সেই দাবি সামনে রেখে জনগণ তাদের প্রত্যাশা পূরণের লক্ষ্যেই কালকের সমাবেশে উপস্থিত হবে। এই ৭ দফা যে জনগণের দাবি, জাতির দাবি, সেটা তারা তাদের উপস্থিতির মধ্য দিয়ে প্রমাণ করবে।’

৭ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের দ্বিতীয় দফায় যে সংলাপ হবে, এই সমাবেশ তার ওপর কোনো প্রভাব ফেলবে কি না? এমন প্রশ্নের জবাবে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ‘সংলাপ এবং সমাবেশ একে অপরের পরিপূরক। আমরা আশা করি ৭ নভেম্বর সংলাপের মধ্য দিয়ে জনগণের দাবি পূরণ হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, জনগণ ভোট দিয়ে তাদের প্রত্যাশা পূরণ করবে। যদি এই দাবিগুলো পূরণ না করা হয়, তাহলে অবশ্যই আন্দোলনের মধ্য দিয়ে সে দাবি আদায় করা হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!