• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সৌদি এয়ারলাইন্সের দুই নারীক্রু’র অন্তর্বাসে ৩৬টি স্বর্ণের বার


নিউজ ডেস্ক মার্চ ১৮, ২০১৯, ০১:০২ পিএম
সৌদি এয়ারলাইন্সের দুই নারীক্রু’র অন্তর্বাসে ৩৬টি স্বর্ণের বার

ঢাকা : এবার সৌদি এয়ারলাইন্সের দুই নারীর কাছ থেকে উদ্ধার করা হলো ৩৬টি স্বর্ণের বার।

রোববার (১৭ মার্চ) দিবাগত রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের আটক করা হয়। ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ ঘটনার শত্যতা নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন- সায়মা আক্তার ও ফারজানা আফরোজ।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, সায়মা আক্তারের কাছ থেকে ২৬টি স্বর্ণের বার আর ফারজানা আফরোজের কাছ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তারা অন্তর্বাসে লুকিয়ে স্বর্ণের বারগুলো বহণ করছিলেন।
রোববার দিবাগত রাত ২টার দিকে সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০২ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় সন্দেহ হলে কাস্টমস কর্তৃপক্ষ বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহায়তায় ওই দুই নারী ক্রুকে আটক করে তল্লাশি চালায়।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!