• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৌদি থেকে ফিরলেন ৬৩ নির্যাতিত নারী, অপেক্ষায় ৪০০


নিউজ ডেস্ক মার্চ ১, ২০১৯, ১২:০১ এএম
সৌদি থেকে ফিরলেন ৬৩ নির্যাতিত নারী, অপেক্ষায় ৪০০

ঢাকা : সৌদি আরব গিয়ে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরলেন আরও ৬৩ জন বাংলাদেশি নারী। বুধবার রাত ৯টা ২০ মিনিটে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন তারা।

গৃহকর্মী হিসেবে সৌদি আরবে গিয়ে এসব নারী নিয়োগকর্তার কাছে নির্যাতনের শিকার হয়ে ইমিগ্রেশন ক্যাম্প ও বাংলাদেশ দূতাবাসের সেফ হোমে আশ্রয় নিয়েছিলেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহায়তায় তাদের দেশে ফেরত আনা হয়েছে। সংস্থাটির মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরীফুল হাসান বলেন, এখনও দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন প্রায় চার শতাধিক নারী। আর চলতি মাসেই দেশে ফিরেছেন দুই শতাধিক নারী এবং জানুয়ারি মাসে ফিরেছেন ১৮২ নারী গৃহকর্মী।

নিয়োগকর্তার কাছে নির্যাতিত হয়ে ২০১৮ সালে ফিরে আসেন ১২ শতাধিক নারী। ২০১৬ সালের প্রায় একলাখ বাংলাদেশি নারী গৃহকর্মী পরে সৌদি আরব যায়।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!