• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সৌদির বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ মার্কিন সিনেটরের


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ২৯, ২০১৮, ১০:২৫ এএম
সৌদির বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ মার্কিন সিনেটরের

ঢাকা : বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের জন্য সৌদি আরবকে দোষারোপ করেছেন মার্কিন সিনেটর র‌্যান্ড পল। যুক্তরাজ্যের মন্টানা অঙ্গরাজ্যে শনিবার এক সমাবেশে বক্তব্য দেয়ার সময় তিনি এ অভিযোগ করেন।

র‍্যান্ড পল বলেন, সারা বিশ্বে সন্ত্রাসবাদে অর্থ যোগান দিচ্ছে সৌদি আরব।দেশটির বাজে আচরণের জন্য কোনোভাবেই উৎসাহ দেয়া উচিত নয়।

সমাবেশে র‌্যান্ড পল ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন যুদ্ধের নিন্দা করেন। এসময় বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়রও উপস্থিত ছিলেন।

মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির এ সদস্য বলেন, সৌদি আরবের বিষয়ে সবকিছু অন্ধভাবে চলছে। তারা ইয়েমেনে এমন এক যুদ্ধে জড়িত যার ফলে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে।

র‍্যান্ড পল আরও বলেন, সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দিলে তারা বুঝতে পারবে; যদি যন্ত্রাংশ দেয়া না হয় তাহলে দুই থেকে তিন মাসের মধ্যে তাদের বিমান বাহিনী অকেজো হয়ে পড়বে।

র‍্যান্ড পল বলেন, নাইন ইলেভেনের হামলায় জড়িত ১৯ বিমান ছিনতাইকারীর ১৫ জনই সৌদি নাগরিক। সারা বিশ্বে কেন এত সন্ত্রাসবাদ? এর কারণ হচ্ছে- সৌদি আরব অর্থ দিচ্ছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!