• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সৌদির সর্ববৃহৎ তেলক্ষেত্রে হুতিদের ভয়ঙ্কর হামলা


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ১৮, ২০১৯, ০৭:৪৩ পিএম
সৌদির সর্ববৃহৎ  তেলক্ষেত্রে হুতিদের ভয়ঙ্কর হামলা

ঢাকা : ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে  হুথি বিদ্রোহীদের নেতা আব্দুল-মালিক আল-হুথি।

ইয়েমেনের রাজধানী সানা থেকে টেলিভিশনে সমর্থকদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে আল-হুথি বলেন, এ হামলার মাধ্যমে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটকে সতর্ক করে দেয়া হয়েছে। তাদের আগ্রাসন অব্যাহত থাকলে পরবর্তীতে এর চেয়েও বড় ধরনের পাল্টা হামলা চালানো হবে।

তিনি আরো বলেন, আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে এর আগে এত বড় হামলা আর চালানো হয়নি। এ হামলা প্রমাণ করেছে, ইয়েমেনি জনগণকে নতজানু করতে ব্যর্থ হয়েছে আগ্রাসীরা। এ হামলায় ১০টা ড্রোনের একটি স্কোয়াড্রন ব্যবহার করা হয়েছে এবং তা সংযুক্ত আরব আমিরাত সীমান্তে সৌদি আরবের সর্ববৃহৎ তেলক্ষেত্রে আঘাত হেনেছে বলেও তিনি উল্লেখ করেন।

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ। এরই জের ধরে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা শনিবার ১০টি ড্রোনের সাহায্যে সৌদি আরবের ‘শায়বাহ’ তেল স্থাপনায় হামলা চালায়।

সোনালীনিউজ/এএস

 

Wordbridge School
Link copied!