• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘সৌরভ গাঙ্গুলির জন্যই আমরা সম্মান পাচ্ছি’


রবিউল ইসলাম বিদ্যুৎ নভেম্বর ১৮, ২০১৯, ০৪:৫৫ পিএম
‘সৌরভ গাঙ্গুলির জন্যই আমরা সম্মান পাচ্ছি’

ঢাকা : বাংলাদেশের ক্রিকেটে নতুন সূয উঠেছিল ১৯৯৭-এ আইসিসি ট্রফিতে। তার আগে বহুবার বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে গিয়ে স্বপ্ন ভঙ্গ হয়েছে। কিন্তু সেবার আকরাম খানের নেতৃত্বে বাংলাদেশ ফাইনালে কেনিয়াকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল। সেই ফাইনালের শেষ বলে জয়ের জন্য দরকার ছিল ১ বলে ১ রান। স্ট্রাইকে ছিলেন ফাস্ট বোলার হাসিবুল হোসেন শান্ত। বোলার বলেই একটু ভয় ছিল! এই ১ রান হবে তো? মার্টিন সুজির বল ব্যাটে চালাতে পারেননি। লেগেছিল প্যাডে। লেগবাই থেকে শান্ত দৌড়ে নিলেন ১ রান।

তারপর থেকেই যেন শান্তর ‘ট্রেড মার্ক’ হয়ে গেল ১ বলে ১ রান। গোটা বাংলাদেশ সেদিন রংয়ের খেলায় মেতে উঠেছিল। সেই কথা মনে করিয়ে দিতেই নস্ট্যালজিক হয়ে পড়লেন শান্ত। তিনি বলে গেলেন,‘ ওটা আমার স্মরণীয় এক মুহূর্ত। সবই মনে আছে। বলটা লেগেছিল প্যাডে। লেগবাই থেকে রানটা পেয়েছিলাম। এখন অনেকেই আমাকে চিনতে পারেন না। কিন্তু সবাই নাম জানে। আর আইসিসি ট্রফির ফাইনালে ওই ১ বলে ১ রানের কথা বললে সবাই চমকে উঠে বলে “আপনি সেই শান্ত!”

১৯৯৫-এ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হাসিবুল হোসেন শান্তর। বিপক্ষ শ্রীলঙ্কা। শুরুর ওভারেই তাঁকে বল করতে হলো রোশান মহানামাকে। এরপর আইসিসি ট্রফি হয়ে খেলেছেন ১৯৯৯ ইংল্যান্ড বিশ্বকাপ। ২০০০ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টেও খেলেন শান্ত। সেই টেস্টেই ভারতীয় দলের অধিনায়ক হিসাবে অভিষেক হলো সৌরভ গাঙ্গুলির। বাংলাদেশের একমাত্র জোরে বোলার সম্পর্কে আগেভাগেই খোঁজ রাখছিলেন কলকাতার ‘মহারাজা’। সেই স্মৃতি হাতরাতে গিয়ে শান্ত বললেন,‘ আমার সাথে দাদার (সৌরভ গাঙ্গুলি) সে রকম কথা হয়নি। হাই-হ্যালো হয়েছে। তবে বুলবুল (আমিনুল ইসলাম বুলবুল) ভাইকে নাকি দাদা বলেছিলেন,“ তোমাদের ওই জোরে বোলারটা কোথায়?’ পরে বুলবুল ভাই  এসে আমাকে জানায় যে, “ তোঁর সম্পর্কে দাদা জানতে চেয়েছে।”

২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথমবার বাংলাদেশ-ভারত গোলাপি বলে টেস্ট খেলতে নামছে। তার আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সদ্য নিযুক্ত সভাপতি সৌরভ গাঙ্গুলি এলাহি কাণ্ড করে ফেলেছেন। ইডেনের ঐতিহাসিক টেস্টকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উপমহাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী রুনা লায়লাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এখানেই শেষ নয়, বাংলাদেশের অভিষেক টেস্ট খেলা সব খেলোয়াড়ই আমন্ত্রণ পেয়েছেন। তাদের সবাইকে দেওয়া হবে সংবর্ধনা। সৌরভের কাছ থেকে এই সম্মান পেয়ে আপ্লুত হাসিবুল হোসেন শান্ত। তিনি ভাবতেই পারেননি ক্রিকেট ছাড়ার এত দিন পরে এসে এ রকম সম্মান পাবেন। শান্ত বলে চলেন,‘ জানেন, আমি বিশ্বাসই করতে পারছি না আমাদের এ রকম সম্মান দেওয়া হবে। কখনোই কল্পনা করিনি। এটা দাদা বলেই সম্ভব। নামি ক্রিকেটার ছিলেন। তার চেয়েও বড় দাদা বিশাল হৃদয়ের মানুষ, আমাদেরকেও মনে রেখেছেন। এর চেয়ে বড় সারপ্রাইজ আর কী হতে পারে!’

সৌরভ গাঙ্গুলি বিসিসিআইয়ের সভাপতি হওয়ার পর পশ্চিমবঙ্গের মানুষ যেমন খুশি হয়েছেন তেমনি বাংলাদেশের মানুষও।  অন্য কোনও বোর্ড সভাপতি হলে হয়তো বাংলাদেশ-ভারত ম্যাচ দিবারাত্রীর হতো না। এত ঢাকঢোল পিটিয়ে ইডেন টেস্ট আয়োজনও হতো না। আর এ কারণেই শান্ত বলছেন,‘ দাদা না থাকলে এসবের কিছুই হতো না। বাংলাদেশ-ভারত সিরিজেই যে দিবারাত্রীর টেস্ট হবে সেটাও হতো না। দাদার মতো এত বড় হৃদয়ের মানুষ কম আছে। ক্রিকেট মস্তিস্ক যেমন তেমনি মানুষকে সম্মান দিতে জানেন। বোর্ড সভাপতি হয়েই দাদা তাঁর কাজ দিয়ে সবাইকে চমকে দিয়েছেন। আমি নিশ্চিত সামনে আরও চমক অপেক্ষা করছে।’

ক্রিকেটারদের স্বপ্নের মাঠ লর্ডস কিংবা ইডেন গার্ডেন্স। এই মাঠগুলিতে কে না চায় খেলতে! হাসিবুল হোসেন শান্ত খেলতে পারেননি ইডেনে। স্মৃতির পাতা উল্টে তিনি মনে করলেন ১৯৯৮ সালের কথা,‘ মনে আছে আমরা সেবার ভারতের চেন্নাইয়ে কোকাকোলা কাপ খেলতে গিয়েছিলাম। যাবার পথে কলকাতার ইডেন গার্ডেন্সে একটা প্র্যাকটিস সেশন করেছিলাম। সব খেলোয়াড়েরই স্বপ্ন থাকে এসব মাঠে খেলার। আমারও ছিল। কিন্তু সে সময় বাংলাদেশ খুব বেশি ম্যাচ পেত না। তাই খেলা হয়নি। সেবার ভারত সফরে আমরা ওয়ানডেতে প্রথম জয় পেয়েছিলাম কেনিয়ার বিপক্ষে।’

গোলাপি বলে টেস্ট খেলা নিয়ে বাংলাদেশ ও ভারত দুদেশেই আলোচনা হচ্ছে। দুদলের কেউ এর আগে কৃত্রিম আলোর নিচে টেস্ট খেলেনি। গোলাপি বলের টেস্টে ভালো করতে মুশফিকদের গুরুত্বপূর্ণ পরামর্শও দিলেন শান্ত,‘ বাংলাদেশের টেস্ট জেতার চিন্তা না করাই ভালো। ওপরের এক থেকে ছয় নম্বর ব্যাটসম্যানদের মধ্যে দুটো বড় পার্টনারশীপ তৈরি করতে হবে। এটা করতে পারলে ইডেন গার্ডেন্সে ভালো কিছুই হবে।’

জুয়াড়ির কাছে তথ্য গোপন করায় নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। তাঁর না থাকাটা বাংলাদেশের জন্য বিরাট ক্ষতি। তবে শান্ত মনে করেন, সাকিবের মতো খেলোয়াড়ের এত বড় ভুল করাটা ঠিক হয়নি,‘ তাঁর (সাকিব আল হাসান) এটা ঠিক হয়নি। ওর এসব ভালো করে জানার কথা। কিন্তু সে তথ্য পেয়েও জানাল না। অবশ্যই সে ভুল করেছে। এর জন্য শাস্তিও পেয়েছে।’

পরক্ষণেই তিনি যোগ করেন,‘ সাকিব অনেক উঁচুমানের ক্রিকেটার। পাকিস্তানের মোহাম্মদ আমির পাঁচ বছর পর ক্রিকেটে প্রত্যাবর্তন করেছে। সাকিবও ভুল শুধরে ফিরতে পারবে।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!