• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্টার্কের তোপে বেসামাল নিউজিল্যান্ডের বিশাল হার


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ১৫, ২০১৯, ১০:২০ পিএম
স্টার্কের তোপে বেসামাল নিউজিল্যান্ডের বিশাল হার

 

ঢাকা: পার্থে অস্ট্রেলিয়ার সামনে অসহায় আত্মসমর্পণ করল নিউজিল্যান্ড। মিচেল স্টার্কের তোপে ২৯৬ রানের বিশাল ব্যবধানে হেরে গিয়েছে কেন উইলিয়ামসনের দল। ৪৬৮ রান তাড়া করতে গিয়ে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেছে ১৭১ রানেই। স্টার্ক ৪৫ আর লায়ন ৬৩ রানে নেন ৪ উইকেট। প্রথম ইনিংসেও বিধ্বংসী বল করে ৫২ রানে ৫ উইকেট নেওয়া বাঁহাতি স্টার্কই হয়েছেন ম্যাচ সেরা।

কিউইদের ১৬৬ রানে অলআউট করে দেওয়ার পর চতুর্থ দিনে ৬ উইকেটে ১৬৭ রান নিয়ে ব্যাট করতে নেমেছিল অসিরা। কিন্তু টিম সাউদির পেসে লম্বা হয়নি অসিদের দ্বিতীয় ইনিংসও। ৯ উইকেটে ২১৭ রান করেই তাই ইনিংস ঘোষণা করেন টিম পেইন। প্রথম ইনিংসে ৪১৬ রানের পূঁজি থাকায় বিশাল একটা লিড ততক্ষণেই হয়ে যায় অসিদের।

অসম্ভব লক্ষ্য তাড়া করতে নামা কিউইদের শুরু থেকেই চেপে ধরেন স্টার্ক আর লায়ন। পেস স্পিনের মিশেলে বেসামাল হয়ে পড়ে নিউজিল্যান্ড। খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন বিজে ওয়াটলিং ও কলিন ডি গ্রান্ডহোম। দুজনের ৫৬ রানের জুটি ভাঙেন প্যাট কামিন্স। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে নিউজিল্যান্ডের ইনিংস।

সোনালীনিউজ/আরআইবি/এএস

Wordbridge School
Link copied!