• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

স্টুডেন্টস নির্বাচনেও জালিয়াতি, মাদরাসা সুপারকে শোকজ


যশোর প্রতিনিধি জানুয়ারি ২৭, ২০২০, ০৩:৩০ পিএম
স্টুডেন্টস নির্বাচনেও জালিয়াতি, মাদরাসা সুপারকে শোকজ

ঢাকা : জাতীয় ও স্থানীয় প্রশাসনের জালিয়াতির পর এবার স্টুডেন্টস কেবিনেট নির্বাচন না করেই ফলাফল ঘোষণা করায় যশোরের মণিরামপুরে হাজরাকাটি আহম্মদিয়া দাখিল মাদরাসার এক সুপারকে শোকজ করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার এ শোকজ প্রদান করেন। তিন কর্ম দিবসের মধ্যে শোকজের জবাব না দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

জানা যায়, ওই উপজেলায় ১৫২ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাধ্যমিক পর্যায়ে রয়েছে ১০৩টি ও দাখিল মাদরাসা রয়েছে ৪৯টি। 

এর মধ্যে শনিবার ১৫১টি শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮ জন করে স্টুডেন্টস কেবিনেট নেতা নির্বাচিত হয়। শিক্ষার্থীদের নির্বাচনের দিন ছিল উৎসব মুখর পরিবেশ। কিন্তু অভিযোগ রয়েছে উপজেলার হাজরাকাটি আহম্মদিয়া দাখিল মাদরাসায় নির্বাচনের আয়োজন না করে মাদরাসা কর্তৃপক্ষ বিনা প্রতিদ্বন্দ্বিতার ফলাফল শিট তৈরি করেন। এ ঘটনায় তাকে শোকজ করা হয়।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!