• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্ত্রী সুস্থ হওয়ায় যা বললেন জাস্টিন ট্রুডো


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ২৯, ২০২০, ০২:৩৫ পিএম
স্ত্রী সুস্থ হওয়ায় যা বললেন জাস্টিন ট্রুডো

ছবি: ইন্টারনেট

ঢাকা: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনার ছোবল কাটিয়ে এখন পুরোপুরি সুস্থ হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি। শনিবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন সোফি।

তিনি বলেন, এখন অনেক  ভালো বোধ করছি আমি, চিকিৎসক আমাকে ছাড়পত্র দিয়েছেন।

এ দিকে স্ত্রী সুস্থ হওয়ার পর ট্রুডো সংবাদ সম্মেলনে জানান, আমি হৃদয়ের অন্তস্থল থেকে সবাইকে ধন্যবাদ জানাতে চাই। যারা এখন করোনায় আক্রান্ত আছেন সবার জন্য রইল আমার দোয়া। সেই সাথে সবাইকে বাড়ি থাকার নির্দেশ দিয়েছেন ট্রুডো এবং তিনিও আগের মত বাড়ি থেকে সব কাজ করবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, চলতি মাসের ১২ তারিখ করোনা পজেটিভ ধরা পড়ে সোফির। তখন থেকেই সেল্ফ আইসোলেশনে ছিলেন ট্রুডো ও তার পরিবার। তবে তার সন্তানদের করোনার কোনো লক্ষণ দেখা যায়নি। এ পর্যন্ত কানাডায় মরণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬১৬ জন মানুষ। মারা গেছে ৬১ জন। সেই সাথে সুস্থ হয়ে উঠেছেন ৪৪৫ জন মানুষ।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!