• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্পেনে বৈধতার দাবিতে অভিবাসীদের বিক্ষোভ


নিউজ ডেস্ক জুন ২৮, ২০২০, ০৯:৫৫ এএম
স্পেনে বৈধতার দাবিতে অভিবাসীদের বিক্ষোভ

স্পেন : স্পেনের রাজধানী মাদ্রিদে বৈধতার দাবিতে বিক্ষোভ করেছে অভিবাসীরা। অভিবাসীদের নিয়মিতকরণসহ বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ মিছিল-সমাবেশও হয়েছে।

মাদ্রিদের জিরো পয়েন্ট খ্যাত সোল থেকে শুরু হয়ে দেশটির সংসদ ভবনে গিয়ে শেষ হয় এ মিছিল। এর মাধ্যমে স্পেনের প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী এবং সামাজিক নিরাপত্তা ও অভিবাসী বিষয়ক মন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।

গত ২৬ জুন বেলা ১২টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশটি অনুষ্ঠিত হয়। ‘সবাইকে নিয়মিত করা হোক। আমরা যারা নিয়মিত, আমাদের যাদের কাগজ আছে, তারাও একাত্মতা প্রকাশ করছি সবাইকে নিয়মিত করা হোক’- শ্লোগানে শ্লোগানে অভিবাসীরা বিক্ষোভ করে।

স্পেনে ১০ হাজার বাংলাদেশিসহ অবৈধ হয়ে পড়া মোট অনিয়মিত বা অভিবাসীর সংখ্যা দুই লাখ। পাকিস্তান, সিরিয়া, তিউনিসিয়া, আফগানিস্তান, ইরাক, নাইজেরিয়া, সেনেগাল, আলজেরিয়া, মরক্কো,সোমালিয়া, তিব্বত ও আফ্রিকার অভিবাসীরা মিলেই এই বিক্ষোভ সমাবেশ করে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!