• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিতের আহ্বান ইইউ’র


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১০, ২০১৮, ০৬:২৮ পিএম
স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিতের আহ্বান ইইউ’র

ঢাকা: আসন্ন একাদশ সংসদ নির্বাচন নিখাদ, বিশ্বাসযোগ্য, অন্তর্ভূক্তি এবং স্বচ্ছভাবে অনুষ্ঠানের জন্য সরকার, নির্বাচন কমিশন (ইসি) এবং সবগুলো রাজনৈতিক দলের কাছে আহ্বান জানিয়েছে ইউরোপিয় ইউনিয়নভুক্ত দেশগুলো।

সোমবার (১০ ডিসেম্বর) ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রদূতদের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাজ্য, স্পেন, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ডেনমার্ক, নরওয়ে ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতরা এতে স্বাক্ষর করেছেন।

বিবৃতিতে বলা হয়, নাগরিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও দল করার স্বাধীনতাকে রক্ষা করার জন্য সব অংশগ্রহণকারীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

সকল রাজনৈতিক দলকে সহিংসতা পরিহার এবং তাদের রাজনৈতিক দায়িত্ব পালনের জন্য আহ্বান জানিয়েছে দেশগুলো। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী যেন আইন মেনে চলে সেই বিষয়েও আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশিদের জন্য জাতীয় উন্নয়নের পথে এগিয়ে যেতে অংশগ্রহণমূলক নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!