• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিবহন নেতাদের বৈঠক দুপুরে


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২০, ২০১৯, ১০:২৫ এএম
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিবহন নেতাদের বৈঠক দুপুরে

ঢাকা : সড়ক পরিবহন আইন সংশোধনের দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে পরিবহন নেতাদের বৈঠক করার কথা রয়েছে।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।  তবে সারা দেশের পরিবহন শ্রমিক-মালিকরা এসে বৈঠকে অংশ নেওয়ার কথা থাকায় সময় চূড়ান্ত করা হয়নি।

এ দিকে, সংগঠনটির বুধবার থেকে ডাকা কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে কি না সে বিষয়েও কিছু জানানো হয়নি।

নিজেদের কিছু দাবি-দাওয়া নিয়ে মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মনিপুরী পাড়ার বাসায় ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির নেতারা মতবিনিময় করার পর এ বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এর আগে বুধবার সকাল থেকে পণ্যবাহী যানবাহনে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন ট্রাক, কাভার্ড ভ্যানের পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ডে অবস্থিত পরিষদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেয় সংগঠনটি। অঘোষিত ধর্মঘটে মঙ্গলবার দেশের অন্তত ২০ জেলায় বাস চলাচল বন্ধ ছিল। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!