• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বর্ণ জেতার লড়াইয়ে এক কদম দূরে বাংলাদেশের মেয়েরা


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ৭, ২০১৯, ১২:৩৭ এএম
স্বর্ণ জেতার লড়াইয়ে এক কদম দূরে বাংলাদেশের মেয়েরা

ঢাকা:  সাউথ এশিয়ান (এসএ) গেমসে স্বর্ণ জয়ের লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলকে পেয়েছে বাংলাদেশ। লিগ পর্বের শেষ ম্যাচে নেপালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে লঙ্কানরা।

শুক্রবার (৬ ডিসেম্বর) পোখারায় নেপালের বিপক্ষে ৪১ রানে জিতেছে শ্রীলঙ্কা। রঙ্গশালা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৮ রান তোলে তারা। জবাবে স্বাগতিকরা পুরো ওভার খেললেও ৯ উইকেট হারিয়ে ৭৭ রানের বেশি তুলতে পারেনি।

আসরে এখন পর্যন্ত অপরাজিত সালমা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের ৭ উইকেটে হারিয়েছিল তারা। এরপর নেপালকে ১০ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করে তারা।

আগের দিন লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে দুর্বল মালদ্বীপকে ২৪৯ রানের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ। নিগার সুলতানা ও ফারজানা হকের জোড়া সেঞ্চুরিতে আগে ব্যাট করে লাল-সবুজের প্রতিনিধিরা তুলেছিল ২ উইকেটে ২৫৫ রান। জবাবে মাত্র ৬ রানে অলআউট হয় মালদ্বীপ। রোববার ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টা ১৫ মিনিটে।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!