• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বর্ণজয়ী নারী ক্রিকেট দলকে মুশফিকের অভিনন্দন


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ৮, ২০১৯, ০৪:১১ পিএম
স্বর্ণজয়ী নারী ক্রিকেট দলকে মুশফিকের অভিনন্দন

ঢাকা: শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কাকে ২ রানে হারিয়ে সাউথ এশিয়ান(এসএ) গেমসে স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। আর স্বর্ণ জেতার পর শুভেচ্ছায় ভাসছেন সালমা-জাহানারারা। তাদেরকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিুকর রহীম। বাংলাদেশের সোনা জয়ের পর তিনি ফেসবুকে লিখেছেন,‘ সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশ নারী দল শ্রীলঙ্কাকে ২ রানে হারিয়ে সোনা জিতেছে। অভিনন্দন।’

রোববার ( ৮ ডিসেম্বর) ৮ উইকেটে ৯১ রান তুলেছিল বাংলাদেশের মেয়েরা। সোনা জিতে ইতিহাস গড়ার লড়াইয়ে টিকে থাকতে স্বাভাবিকভাবেই বোলারদের দিকে তাকিয়ে ছিলেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। সালমা খাতুন-নাহিদা আক্তাররা নিজেদের সামর্থ্য নিংড়ে বল করেই ম্যাচটা টেনে নিয়ে গিয়েছিলেন শেষ ওভার পর্যন্ত। টান টান উত্তেজনার এ ম্যাচে শ্রীলঙ্কাকে শেষ পর্যন্ত ৯ উইকেটে ৮৯ রানে আটকে সোনা জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

এ আসরে ক্রিকেটে ইভেন্টে দেশকে এবারই প্রথম সোনার পদক এনে দিলেন বাংলাদেশের মেয়েরা। তবে ব্যাটিংটা খারাপ হওয়ায় প্রথম ইনিংস শেষে সোনা জয়ের আশা প্রায় মিলিয়ে যেতে বসেছিল। মৃতপ্রায় সে আশাটা জাগিয়েছেন বোলাররাই। শুরু থেকেই লঙ্কান ব্যাটারদের ওপর চাপ বিস্তার করেছিলেন জাহানারা আলমরা। প্রথম ৬ ওভার শেষে ৩ উইকেটে ১৫ রান তুলেছিল শ্রীলঙ্কা। ভালো শুরু পেয়ে যাওয়ার পর বোলাররা চাপটা ধরে রাখায় শেষ দিকে ৯১ রান টপকানো কঠিন হয়ে পড়ে লঙ্কানদের।

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ

Wordbridge School
Link copied!