• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
অগ্নিঝরা মার্চ

স্বাধীন পূর্ব বাংলা কায়েমের আহ্বান ছাত্র ইউনিয়নের


নিজস্ব প্রতিবেদক মার্চ ১১, ২০১৯, ১২:১৯ পিএম
স্বাধীন পূর্ব বাংলা কায়েমের আহ্বান ছাত্র ইউনিয়নের

ঢাকা : একাত্তরের ১১ মার্চ ছাত্র ইউনিয়ন কর্তৃক স্বাধীন পূর্ব বাংলা কায়েমের সংগ্রামের আহ্বান জানানো হয়। জনগণের প্রতি ছাত্র ইউনিয়নের আহ্বান ছিল- ‘১. রাজনৈতিক প্রচার অব্যাহত রাখুন, ২. গ্রাম অঞ্চলে কৃষকদের মধ্যে ইহা ছড়াইয়া দিন, ৩. সর্বত্র সংগ্রাম কমিটি ও গণবাহিনী গড়িয়া তুলুন, ৪. শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকুন, ৫. যেকোনো রূপ দাঙ্গা-হাঙ্গামা-উস্কানি প্রতিরোধ করুন, ৬. শান্তি-শৃঙ্খলা নিজ উদ্যোগে বজায় রাখুন এবং ৭. এই সংগ্রামের সফলতার জন্য সকল গণতান্ত্রিক সংগ্রাম শক্তির একতা গঠনের জোর আওয়াজ তুলুন।’

এদিকে লেখক-শিল্পী-ছাত্র-জনতার উপস্থিতিতে ১৫ মার্চের সভায় আবুল ফজল সভাপতিত্ব করেন। এতে ড. আনিসুজ্জামান, সৈয়দ আলী আহসান, মমতাজউদ্দীন আহমদ, মাহবুবুল হক প্রমুখ বক্তব্য দেন। সভায় আবুল ফজল বলেন, ‘পূর্ব বাংলার মানুষ পশ্চিমা শক্তির কাছে মাথা নত করবে না। অন্য স্বাধীন জাতির মতো মুক্ত পরিবেশে জীবনযাপন করবে।’ চট্টগ্রামের আইনজীবীরাও আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করেন এদিন।

১৭ মার্চ সার্সন রোডে ক্যাপ্টেন রফিকুল ইসলামের বাসায় সামরিক বাহিনীর কয়েকজন বাঙালি কর্মকর্তা ক্যাপ্টেন অলি আহমদ, খালেকুজ্জমান, শমশের মবিন, ক্যাপ্টেন হারুন, আওয়ামী লীগের ডা. জাফর, আতাউর রহমান খান কায়সার প্রমুখ একত্র হন। সেখান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক শামসুল আলমের বাসায় গিয়ে পাকিস্তানিদের প্রতিরোধ করার কলাকৌশল নিয়ে আলোচনা করেন।

এদিন তিন দিনের সফরে চট্টগ্রাম আসেন মওলানা ভাসানী। দাঙ্গা-সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে তিনি হালিশহর হাউজিং এস্টেটের ঈদগাহ মাঠে সমাবেশে বক্তব্য দেন। এছাড়া মেডিকেল কলেজের চিকিৎসক, নার্স, শিক্ষার্থী এবং আইনজীবীরা পৃথক মিছিল করে আন্দোলনের প্রতি সমর্থন জানান।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!