• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বামীর সঙ্গে ফোনে ঝগড়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২০, ২০১৯, ০৮:৩১ এএম
স্বামীর সঙ্গে ফোনে ঝগড়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

ঢাকা : যুক্তরাষ্ট্র প্রবাসী স্বামীর সঙ্গে ফোনে ঝগড়ার পর রাজধানীর গুলশানের নিকেতনে তাসকিয়া নুহাশ (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। ওই তরুণী বেসরকারি সাউথ ইস্ট ইউনিভার্সিটির ইকোনমিকস বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী। সোমবার দুপুরে নিজের শোবার ঘরে গলায় ফাঁস দেন তিনি।

পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টায় নুহাশকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।’

নুহাশের বড় ভাই ফারহান ইসলাম বলেন, ‘নিকেতনে আমাদের বাড়িতে তার শয়ন কক্ষে দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় নুহাশ। পরে বিষয়টি জানতে পেরে ছিটকিনি ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসায় আমি, মা ও নুহাশ থাকতাম।’

তিনি আরো বলেন, ‘গত ৮ মাস আগে তাদের বিয়ে হয়। তার স্বামী সৈয়দ ফরমানুর রেজা গত জুন মাসে যুক্তরাষ্ট্রে চলে যান।’

স্বামী-স্ত্রীর মধ্যে ফোনে ঝগড়া হওয়ার কারণে নুহাশ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে তার পরিবারের সদস্যরা।

তাসকিয়া নুহাশ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার কৃষ্ণ দীয়া গ্রামের মৃত ফরিদুল ইসলামের মেয়ে। তার স্বামীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!