• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্যখাতে সিন্ডিকেট: মন্ত্রী বললেন, নো কমেন্টস


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৪, ২০২০, ০৩:১৪ পিএম
স্বাস্থ্যখাতে সিন্ডিকেট: মন্ত্রী বললেন, নো কমেন্টস

ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের স্বাস্থ্যখাতে কোথাও কোন সিন্ডিকেট নেই। নিয়মের বাইরে কোথাও কোন কিছু ঘটছে না বলে দাবি করলেন স্বাস্থ্যমন্ত্রী। মঙ্গলবার (১৪ জুলাই) সম্প্রতি স্বাস্থ্যখাতের বিভিন্ন দুর্নীতি ও সিন্ডিকেট নিয়ে গণমাধ্যমের খবর প্রসঙ্গে জানতে চাইলে তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ মালিক বলেন, নো কমেন্টস, এ বিষয়ে জানি না আমি। নরমাল নিয়ম অনুযায়ী সব কাজ হয়। নিয়ম অনুযায়ী কাজ হচ্ছে।

এ দিকে মন্ত্রীর কাছ থেকে জানতে চাওয়া হয় জনপ্রশাসন থেকে একটা নথি প্রকাশিত হয়েছে; এরকম একটা কথা বলছে, মন্ত্রী বলেন, আমার জানা নেই।

করোনাভাইরাসের (কোভিড-১৯) নমুনা পরীক্ষার প্রতারণার মামলায় তিনদিনের রিমান্ডে রয়েছেন জেকেজি'র চেয়ারম্যান ডা. সাবরীনা আরিফ। এছাড়াও করোনার ভুয়া সনদ দেওয়ার অভিযোগে রিজেন্ট হাসপাতালকে সিলগালা করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালটির চেয়ারম্যান শাহেদ করিমকে গ্রেফতারের চেষ্টা চলছে। 

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!