• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
বিবৃতিতে ড. কামাল

স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই মেয়রের ভূমিকা অমার্জনীয়


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১, ২০১৯, ০৪:২৫ পিএম
স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই মেয়রের ভূমিকা অমার্জনীয়

ঢাকা: গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সরকার ডেঙ্গুর ভয়াবহতা উপলব্ধি করতে পারেনি। ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও ঢাকার দুই মেয়রসহ সংশ্লিষ্ট দফতরগুলোর অবহেলা অমার্জনীয়।

বুধবার (৩১ জুলাই) দলের দফতর সম্পাদক মোহাম্মদ আজাদ হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই মেয়রের এ সময়ের ভূমিকা নিন্দনীয়। ডেঙ্গু মহামারি আকার ধারণে জনগণ অত্যন্ত উদ্বিগ্ন ও আতঙ্কগ্রস্ত।

ড. কামাল হোসেন বলেন, সরকারের নির্লিপ্ততা ও উদাসীনতায় ডেঙ্গুর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও ওষুধ আমদানির ব্যাপারে হাইকোর্ট নির্দেশনা দিচ্ছেন, তা কারও কাম্য ছিল না। অবিলম্বে সরকারকে ডেঙ্গুর ব্যাপারে জরুরিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ড. কামাল হোসেন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!