• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্মার্টফোন ব্যবহার না করার শপথ নিলো মাধ্যমিকের শিক্ষার্থীরা


হিলি(দিনাজপুর)প্রতিনিধি জানুয়ারি ২৩, ২০২০, ০২:০০ পিএম
স্মার্টফোন ব্যবহার না করার শপথ নিলো মাধ্যমিকের শিক্ষার্থীরা

দিনাজপুর : স্কুলজীবনে স্মার্টফোন ব্যবহার না করার শপথ নিয়েছে দিনাজপুর জেলার নবাবগঞ্জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় তাদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার।

গত বুধবার বিকেলে প্রধান শিক্ষক দিলিপ কুমার সাহার সভাপতিত্বে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানের তিনি এই শপথ বাক্য পাঠ করান। 

এতে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেন, নবাবগঞ্জ থানার অফিসার ইনর্চাজ অশোক কুমার চৌহান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগমসহ অনেকে।

এছাড়া পিতা মাতা ও শিক্ষকদের কথা মেনে চলা, গুরুজনদের সম্মান করা, পড়ার টেবিলে সময় দেয়াকে সবোর্চ্চ গুরুত্ব দেয়ার বিষয়েও ছাত্রছাত্রীদের শপথ করান এই ইউএনও। 

সোনালীনিউজ/এসআইএ/এএস

Wordbridge School
Link copied!