• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্মিথের বিপিএল খেলা নিয়ে আপত্তি ফ্রাঞ্চাইজিদের


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ১১, ২০১৮, ০৬:১২ পিএম
স্মিথের বিপিএল খেলা নিয়ে আপত্তি ফ্রাঞ্চাইজিদের

ছবি: সংগৃহীত

ঢাকা: এবার বল-বিকৃতিকাণ্ডে নিষিদ্ধ অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নারকে দলে টেনে চমকে দিয়েছে সিলেট সিক্সার্স। দলটি এই বাঁহাতি ওপেনারকে অধিনায়কের দায়িত্বও তুলে দিয়েছে। ওয়ার্নারের পথ অনুসরণ করে আরেক নিষিদ্ধ খেলোয়াড় স্টিভ স্মিথেরও খেলার কথা কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। কিন্তু তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন। সাবেক অস্ট্রেলিয়া অধিনায়কের বিপিএল খেলা নিয়েই তৈরি হয়েছে সংশয়।

এবারের বিপিএলের ড্রাফটে সবচেয়ে বেশি ৬ কোটি ২২ লাখ টাকা খরচ করেছে কুমিল্লা। ৪ কোটি ২২ লাখ টাকা তারা খরচ করেছে বিদেশি ক্রিকেটার নিতে। বিদেশিদের মধ্যে কুমিল্লা নিয়েছিল শ্রীলঙ্কার আসেলে গুনারত্নেকে। কিন্তু বিপিএল চলার সময় তাঁকে পাওয়া যাবে না। তাঁর জায়গায় কুমিল্লা নেয় স্মিথকে। আর এতেই আপত্তি জানিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। প্রথম আপত্তি জানায় রংপুর রাইডার্স ফ্রাঞ্চাইজি। এরপর সব ফ্রাঞ্চাইজি স্মিথের ব্যাপারে আপত্তি জানিয়েছে। তাদের আপত্তিটা হচ্ছে, বাইলজ অনুযায়ী এখন ড্রাফটের বাইরে বিদেশি ক্রিকেটার নিতে পারবে না কুমিল্লা। কুমিল্লাকে নিতে হবে ড্রাফট থেকেই।

বিষয়টি জটিল হওয়ায় বিপিএল টেকনিক্যাল কমিটি বিষয়টি ছেড়ে দিয়েছে ক্রিকেট বোর্ডের ওপর। বিপিএল টেকনিক্যাল কমিটির প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘টেকনিক্যাল কমিটি সমাধান না করতে পারায় বিষয়টি ক্রিকেট বোর্ডের ওপর ছেড়ে দিয়েছি। শুরুতে আপত্তি জানিয়েছিল রংপুর রাইডার্স। পরে প্রায় সব ফ্র্যাঞ্চাইজি। যেহেতু বিষয়টি জটিল, শুরুতে অনুমোদন দেওয়ার পরও আবার বিষয়টি আলোচনা করতে হয়েছে। সেটির সমাধান না হওয়ায় আমরা বোর্ডের ওপর ছেড়ে দিয়েছি। বোর্ড ঠিক করবে, কী করা যাবে। পরের বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বা সেটি না হলে আনুষ্ঠানিকভাবে হয়তো তাদের জানিয়ে দেওয়া হবে।’

শুরুতে কেন স্মিথকে নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছিল-এমন প্রশ্নে জালাল ইউনুসের ব্যাখ্যা, ‘বৃহত্তর স্বার্থে আমরা ছাড় দিয়েছিলাম। কিন্তু অন্যদের আপত্তির কারণে সেটা আপাতত হচ্ছে না। এখন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে ক্রিকেট বোর্ড।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!