• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্যার এক টুকরো মাংস দিবেন !


মো: গোলাম মোস্তফা (দুঃখু) আগস্ট ২৫, ২০১৮, ০৪:০১ পিএম
স্যার এক টুকরো মাংস দিবেন !

চলছে গাড়ি তারা তারি,
মনের জানালা খুলছে এবার!
খুশির হাওয়া নিয়ে।

কোরবানি আনন্দ ঘরে ঘরে,
ঈদের খুশি নিয়ে।

কোরবানি হবে বাড়ি বাড়ি,
চলবে গরু জবাই।
গরিব হলাম জন্ম নিয়ে!
বড় কষ্ট লাগে।

চোখের সামনে মাংস থাকে!
খাওয়ার কপাল আসে না,

আমার গরিব বাড়ির মাঝে।
তোমরা সবাই ঈদ করছো,
কোরবানির আনন্দ নিয়ে।

বিকালের মেঘলা আকাশের নিচে।
খাবার টেবিল সাজবে এবার,
পরিবারের আনন্দ নিয়ে।

স্যার এক টুকরো মাংস দিবেন!
মা আমার শুয়ে আছে,
শরীর খারাপ নিয়ে।

 চুপ ! চুপ ! চুপ !
গরিবের বাচ্চা একদম চুপ!
ফ্রিজ কিনছি দুইখানা,
কোরবানি দিবো বলে।

তোকে যদি মাংস দেই,
ফ্রিজে রাখবো কি!

মুসলি হলো শান্তির বিছানা,
কি হচ্ছে কোরবানির নামে।
কষ্ট থাকবে মনে !

কোরবানি দিলাম ওদের জন্য,
ওরা  মুসলিম ভাই বোন।
কোরবানির মাংস পাওয়ার আনন্দে,
গরিবের হাসি প্রাণের সুখ।

আমি এই সুখের জন্য,
কোরবানি দিয়েছি।
ছোট জীবনে বড় লোপ!
চলবে কত দিন।

ঈদ হোক সবার জন্য
সুখের বিছানা নিয়ে।
ঈদের ছায়া বলবে এবার
খুশির হওয়া লেগেছে।

লেখক: বিতার্কিক- শিক্ষার্থী,সাংবাদিকতা বিভাগ,পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,খুলশী,চট্টগ্রাম।

Wordbridge School
Link copied!