• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হঠাৎ বরগুনায় ৮ কুকুরের মৃত্যু, এলাকায় আতঙ্ক


বরগুনা প্রতিনিধি মার্চ ২৩, ২০২০, ০৯:২৩ পিএম
হঠাৎ বরগুনায় ৮ কুকুরের মৃত্যু, এলাকায় আতঙ্ক

ছবি: সংগৃহীত

বরগুনা: গত দুদিনে ৮টি কুকুরের মৃত্যু হওয়ায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের তালুকদার বাজারে অজ্ঞাত রোগে শনিবার ও রোববার (২২ মার্চ) এ ৮ কুকুরের মৃত্যু হয়েছে।

জানা গেছে, গত দুদিনে বাজারের ৮টি কুকুর কিভাবে মারা গেল তা এখনো নিশ্চিত নয়। তবে কুকুরগুলো নমুনা সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তা।

এ বিষয়ে আমতলী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলতাফ হোসেন গণমাধ্যমকে বলেন, কোন রোগে কুকুরগুলো মারা গেছে তা আমি জানি না। নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়ে কুকুরের মৃত্যুর কারণ শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরো জানা গেছে, উপজেলার তালুকদার বাজারে ৮টি কুকুর দীর্ঘদিন ধরে বাস করে আসছে। ওই কুকুরগুলো বাজার পাহারা দিত। বাজারের মানুষের দেয়া খাবার খেয়ে বেঁচে ছিল ওই কুকুরগুলো। গত শনিবার ও রোববার দুদিনে ওই ৮টি কুকুরের পেট ফুলে মুখ দিয়ে লালা ঝরে মারা যায়।

বিষয়টি নিয়ে তালুকদার বাজারের ব্যবসায়ী মোস্তাফা গণমাধ্যমকে বলেন, কুকুরের পেট ফুলে মুখ দিয়ে লালা পড়ে মাটিতে লুটিয়ে মারা গেছে। গত দুদিনে ৮টি কুকুর মারা গেছে। মৃত কুকুরগুলো মাটিচাপা দিয়ে রাখা হয়েছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!