• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হঠাৎ মুমিনুলের জার্সি নম্বর বদল


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ২২, ২০২০, ০৬:৪৭ পিএম
হঠাৎ মুমিনুলের জার্সি নম্বর বদল

ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক  মুমিনুল হক। ২০১২ সালে বাংলাদেশের হয়ে অভিষেক হয় তার। আর তখন থেকেই ৬৮ নম্বর জার্সি গায়ে কলার উঁচু করে চলেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। 

কিন্তু হঠাৎ জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে এসে জার্সির নম্বর বদলে ফেলেছেন টেস্ট অধিনায়ক। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৭ নম্বর জার্সি গায়ে মাঠে নেমেছেন তিনি। ৭ সংখ্যাকে বলা হয় সৌভাগ্যের নম্বর। 

তবে কি নিজের এবং দলের ভাগ্য পরিবর্তন করতেই জার্সির নম্বর বদলেছেন টেস্ট অধিনায়ক? ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেন মুমিনুল। 

কিন্তু সেই সিরিজে পুরো দল ছিল ব্যর্থ। অধিনায়ক নিজেও রানের দেখা পাননি। এরপর পাকিস্তানের বিপক্ষেও রাওয়ালপিন্ডি টেস্টে হেরেছে বাংলাদেশ। সেই টেস্টেও বড় রানের দেখা পাননি মুমিনুল হক। দুই ইনিংস মিলিয়ে করেছেন মাত্র ৭১ রান।

এদিকে, ২০১৮ সালে সর্বশেষ টেস্ট জিতেছিল বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে এবার জয়ের স্বপ্ন দেখছে দল। তাই হয়তো অধিনায়ক মুমিনুল হক সৌভাগ্য খুঁজতে জার্সির নম্বর বদলেছেন। দেখা যাক সৌভাগ্য খুঁজে পান কিনা তিনি। 

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!