• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হঠাৎ শেখ হাসিনাকে ফোন দিয়ে যা বললেন ভুটানের প্রধানমন্ত্রী


নিউজ ডেস্ক এপ্রিল ২৬, ২০১৯, ১২:০৯ পিএম
হঠাৎ শেখ হাসিনাকে ফোন দিয়ে যা বললেন ভুটানের প্রধানমন্ত্রী

ঢাকা : হঠাৎ করেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন তিনি। এ সময় শ্রীলঙ্কায় বোমা হামলায় জায়ান চৌধুরী নিহতের ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে বলা হয়, লোটে শেরিং ফোন করে শ্রীলঙ্কায় সম্প্রতি সন্ত্রাসী হামলায় শেখ হাসিনার নিকট আত্মীয় জায়ান চৌধুরীসহ হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং তার সাম্প্রতিক বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন।

প্রসঙ্গত, গত রবিবার (২১ এপ্রিল) শ্রীলঙ্কায় ইস্টার সানডে চার্চ ও হোটেলে আত্মঘাতী সিরিজ বোমা হামলায় ৩৫৯ জন নিহত হয়েছেন। ওই হামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আত্মীয় জায়ান চৌধুরী নিহত হয়।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!