• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হরিজন জনগোষ্ঠিদের শিখন ও বিনিময়’ কর্মশালা


নীলফামারী প্রতিনিধি সেপ্টেম্বর ১৮, ২০১৯, ০৫:৫২ পিএম
হরিজন জনগোষ্ঠিদের শিখন ও বিনিময়’ কর্মশালা

নীলফামারী : নীলফামারীতে হরিজন জনগোষ্ঠির দক্ষতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধিকরণ প্রকল্প কার্যক্রম বাস্তবায়নের উপর ‘ শিখন ও বিনিময়’  (‘লার্নিং এল্ড শেয়ারিং ওয়ার্কশপ’ ) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সভা কক্ষে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী। 

মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় ও ডিএফআইডি-ইউকেএইড এর অর্থায়নে কর্মশালার আয়োজন করে উন্নয়ন সংস্থা দেবী চৌধুরাণী পল্লী উন্নয়ন কেন্দ্র।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলামের সভাপতিত্বে ওয়ার্কসপে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান, জেলা আইনগত সহায়তা কর্মকর্তা উৎপল ঘোষ, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক ইমাম হাসিম, সাংবাদিক ভ‚বন রায় নিখিল, ইউএসএস’র নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী প্রমূখ।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!