• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হরিণের মতো দেখতে বিরল প্রজাতির ছাগল


বান্দরবান প্রতিনিধি জানুয়ারি ২৬, ২০২০, ১২:৩৯ পিএম
হরিণের মতো দেখতে বিরল প্রজাতির ছাগল

বান্দরবান : বান্দরবানের আলিকদম থেকে বিপন্ন প্রজাতির একটি বিরল বন্য ছাগল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার কুরুকপাতা ইউনিয়নের ইয়াংনং মুরংপাড়া বন থেকে ছাগলটি উদ্ধার করা হয়।

লামা বন বিভাগ সূত্র জানায়, মাতামহুরীর গহীন বনে একটি কুকুরের সঙ্গে ছাগলটিকে খেলতে দেখে স্থানীয়রা ধরে লোকালয়ে আনে। পরে অভিযান চালিয়ে ছাগলটি উদ্ধার করে বন বিভাগ।

বন বিভাগ জানায়, উদ্ধার হওয়া ছাগলটির ইংরেজি নাম রেড সেরো। এটি বিপন্ন প্রজাতির একটি বিরল ছাগল। ছাগলটি বর্তমানে ‘আইইউসিএন’ তালিকায় বিপন্ন প্রজাতি হিসেবে অন্তর্ভুক্ত।

লামা বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এসএম কায়সার জানান, বাংলাদেশে দুর্লভ প্রজাতির এ বনছাগলটি আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের ইয়াংনং মুরুং পাড়ায় পাওয়া যায়। সেখানকার মুরুং বাসিন্দারা গহীন বন থেকে ছাগলটি গত সপ্তাহে আটক করে। তারা লোকালয়ে নিয়ে এলে আমরা খবর পেয়ে ছাগলটি উদ্ধার করি।

ছাগলটি সংরক্ষণের জন্য ডুলাহাজারা সাফারি পার্কের কর্মকর্তা মাজহারুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।

Wordbridge School
Link copied!