• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে রায় পাল্টে দেয়ার অভিযোগ


নিজস্ব প্রতিবেদক মে ১৬, ২০১৯, ১২:০৬ পিএম
হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে রায় পাল্টে দেয়ার অভিযোগ

ঢাকা: হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদের বিরুদ্ধে রায় পাল্টে দেয়ার অভিযোগে উঠেছে। ন্যাশনাল ব্যাংকের ঋণ সংক্রান্ত এক রিট মামলায় অবৈধভাবে ডিক্রি জারির মাধ্যমে তিনি রায় পাল্টে দেন বলে অভিযোগ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বৃহস্পতিবার (১৬ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এ অভিযোগ তোলেন তিনি।

এরপর আদালত ঋণ সংক্রান্ত এই মামলার হাইকোর্ট ও বিচারিক আদালতের সব রায় বাতিল ঘোষণা করেন।

আপিল বেঞ্চ অভিযোগ শুনে উদ্বেগ প্রকাশ করে বলেন, কত টাকার বিনিময়ে এই রায় হয়েছে? আমাদের তা জানান। এমন আদেশ হাইকোর্ট দিতে পারেন না। এটা নজিরবিহীন।

পরে অ্যাটর্নি জেনারেলম মাহবুবে আলম, জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, ফিদা এম কামাল ও রোকন উদ্দিন মাহমুদসহ বেশ কয়েকজন আইনজীবী প্রধান বিচারপতিকে বিচারপতি সালমা মাসুদের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে অভিযোগ করার পরামর্শ দেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!