• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহার বন্ধের ঘোষণা দিল ডব্লিউএইচও


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ৫, ২০২০, ১২:৫২ পিএম
হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহার বন্ধের ঘোষণা দিল ডব্লিউএইচও

ঢাকা: প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত কোভিড-১৯ রোগের চিকিত্সায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহার বন্ধ করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।এছাড়া এইচআইভি চিকিৎসায় ব্যবহূত ওষুধ লোপিনাভির/রিটোনাভির দিয়ে চিকিৎসাও বন্ধের ঘোষণা দিয়েছে সংস্থাটি। খবর রয়টার্সের

বিশ্ব স্বাস্থ্য সংস্থা গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে হাসপাতালে ভর্তি হওয়া কোভিড-১৯ রোগের চিকিত্সায় হাইড্রোক্সিক্লোরোকুইন এবং লোপিনাভির/রিটোনাভিরের মাধ্যমে চিকিত্সা করা হয়েছিল। কিন্তু এসব ওষুধ মৃত্যু কমাতে কোনো ভূমিকা রাখতে পারেনি। তাই এই ওষুধ দিয়ে চিকিত্সা বন্ধ করা হলো। অনেক দেশ এই ওষুধ ব্যবহার করছে বলে সংস্থাটি উল্লেখ করেছে।

বিবৃতিতে জানানো হয়, আন্তর্জাতিক স্টিয়ারিং কমিটির পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের চিকিত্সার বিষয়টি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!