• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য বাংলাদেশকে কোহলির অভিনন্দন


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২৯, ২০১৮, ০৭:৪২ পিএম
হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য বাংলাদেশকে কোহলির অভিনন্দন

ঢাকা: টানা ক্রিকেটের ধকল কাটাতে ইংল্যান্ড সিরিজের পর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিরাট কোহলিকে বিশ্রাম দিয়েছিল। নেতৃত্বের ভার তুলে দেওয়া হয়েছিল রোহিত শর্মার কাঁধে। তা এশিয়া কাপের শিরোপাও এনে দিয়েছেন ভারতীয় ক্রিকেটের হিটম্যান। কিন্তু ২২২ রান তাড়া করতে গিয়ে ভারতের যে এভাবে কালঘাম বের হবে রোহিতরা বোধহয় ভাবেননি। এমনকি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা ভাবেননি ম্যাচটা মাশরাফিরা শেষ বল অবধি টেনে নিয়ে যাবে।

বিরেন্দ্র শেবাগ-ভিভিএস লক্ষণ বাংলাদেশের এমন দুরন্ত পারফরম্যান্সে মুগ্ধ। এশিয়া কাপে না থাকলেও ভারত অধিনায়ক বিরাট কোহলি ফাইনাল দেখেছেন। তাঁকে ছুঁয়ে গেছে বাংলাদেশের হার না মানার মানসিকতা। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে কোহলি লিখেছেন, ‘গত রাতে দারুণ খেলে কঠিন ম্যাচটা জিতেছে ছেলেরা। এশিয়া কাপে সপ্তম শিরোপা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য বাংলাদেশকেও অভিনন্দন।’

এশিয়া কাপ শেষ। ভারতীয় দল এখন ওয়েস্ট ইন্ডিজের অপেক্ষায়। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অক্টো্বরে ভারতে আসবে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজ দিয়ে দলে ফিরবেন কোহলি। অন্যদিকে, বাংলাদেশ অক্টোবরে ঘরের মাঠে আতিথিয়তা দেবে জিম্বাবুয়েকে। দুই টেস্টের সিরিজের পাশাপাশি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!