• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাতিয়ায় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার


নোয়াখালী প্রতিনিধি জুন ৪, ২০১৮, ০৪:৩১ পিএম
হাতিয়ায় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

প্রতীকী ছবি

নোয়াখালী : জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মো. ইউছুফ (২৬) মো. আহসান উল্যাহ (২৫) ও মো. জামাল উদ্দিন (৩৭)। এ সময় কোস্টগার্ড ডাকাত দলের নিকট থেকে ২টি বন্দুক, ১টি রামদা, ২টি দা ও ২টি ছোরা উদ্ধার করে। সোমবার (৪ জুন) ভোর সাড়ে ৩টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাতিয়ার ডাগলারচর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তারা তিন জন জলদস্যু আলাউদ্দিন বাহিনীর সদস্য বলে জানিয়েছে কোস্টগার্ড।

কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কমান্ডার লে. শাকিল জানান, শনিবার দিবাগত রাতে মেঘনা নদীর মনপুরা এলাকায় কয়েকটি মাছ ধরার ট্রলারে ডাকাতির ঘটনা ঘটে। ওই একই ডাকাত দল সোমবার ভোরে নদীতে আবারো ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ডাগলারচর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ডাগলারচরের জঙ্গলে থাকা ডাকাত দল কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা তাদের ধাওয়া করে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!