• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ছোটমণি নিবাসে ঠাঁই হলো মায়ের রেখে যাওয়া সেই শিশুটির


নিজস্ব প্রতিবেদক মে ২০, ২০১৯, ০২:৫৯ পিএম
ছোটমণি নিবাসে ঠাঁই হলো মায়ের রেখে যাওয়া সেই শিশুটির

ঢাকা : নেত্রকোনায় অন্যের বাসায় রেখে যাওয়া নবজাতকটির ঠাঁই হলো ঢাকার আজিমপুরে অবস্থিত ছোটমণি নিবাসে।

সোমবার (২০ মে) বেলা ১২টার দিকে ওই শিশুটিকে ছোটমণি নিবাসে নিয়ে যাওয়া হয়।

এর আগে রোববার ভোরে জেলা শহরের জয়নগর এলাকায় একটি বাসায় নিজের ছেলেসন্তানকে রেখে যান অজ্ঞাত পরিচয়ে বাকপ্রতিবন্ধী এক মা।

সমাজসেবা অধিদফতরের সদর উপজেলা কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন যুগান্তরকে বলেন, আশ্রয়দাতা ওই নারী নবজাতকটি নিয়ে সমাজসেবা কার্যালয়ে এসেছেন। চিকিৎসক জানিয়েছেন নবজাতকটি সুস্থ আছে।

ওই নবজাতককে যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সবাই সহযোগিতা করেছে। শিশু আইন ২০১৩ অনুযায়ী উপজেলা শিশুকল্যাণ বোর্ডের সভায় শিশুর সর্বোত্তম নিরাপত্তা ও কল্যাণ বিবেচনা করে নবজাতককে সমাজসেবা অধিদফতরের ঢাকা আজিমপুরে অবস্থিত ছোটমণি নিবাসে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, ১৩ মে (সোমবার) সন্ধ্যার দিকে শহরের জয়নগর এলাকায় আমেনা আক্তারের বাসার সামনে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন এক বাকপ্রতিবন্ধী নারী। পরে আমেনা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে রেখে আসেন।

সেখানে ওই দিন রাতে একটি ছেলেসন্তানের জন্ম দেন ওই নারী। পরে শনিবার রাতে ওই প্রতিবন্ধী তার সন্তানসহ আমেনার বাসায় এসে ইশারায় আশ্রয় প্রার্থনা করেন। এ সময় আমেনা তাকে বাসার একটি কক্ষে থাকতে দেন। কিন্তু রোববার ভোর ৫টার দিকে বাড়ির লোকজন দেখেন ওই নারী তার সন্তান রেখে চলে গেছেন।

পরে আমেনা বিষয়টি নেত্রকোনা মডেল থানাপুলিশকে জানান। পুলিশ আমেনাকে নবজাতকসহ সমাজসেবা কার্যালয়ে পাঠায়।

আমেনা আক্তার বলেন, নবজাতকটি খাওয়ার জন্য কাঁদছে। তার মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নবজাতকটি নিয়ে বিপাকে ছিলাম।

নেত্রকোনা মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, নবজাতকসহ ওই আশ্রয়দাতা নারীকে সমাজসেবা কার্যালয়ে পাঠানো হয়।

সমাজসেবা অধিদফতরের সদর উপজেলা কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন সোমবার বেলা ১২টার দিকে যুগান্তরকে বলেন, আশ্রয়দাতা ওই নারী নবজাতকটি নিয়ে সমাজসেবা কার্যালয়ে এসেছেন। চিকিৎসক জানিয়েছেন নবজাতকটি সুস্থ আছে।

ওই নবজাতককে যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সবাই সহযোগিতা করেছে। শিশু আইন ২০১৩ অনুযায়ী উপজেলা শিশুকল্যাণ বোর্ডের সভায় শিশুর সর্বোত্তম নিরাপত্তা ও কল্যাণ বিবেচনা করে নবজাতককে সমাজসেবা অধিদফতরের ঢাকা আজিমপুরে অবস্থিত ছোটমণি নিবাসে পাঠানো হয়েছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!