• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হারের মাঝেও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন মুমিনুল


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১৬, ২০১৯, ০৫:৫৯ পিএম
হারের মাঝেও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন মুমিনুল

ঢাকা: দুই বছর আগে সেঞ্চুরি পেয়েছিলেন মুশফিকুর রহিম। এবারও দুই ইনিংসেই দলের সর্বোচ্চ স্কোরার মুশফিক। একমাত্র ইনিংসে ৪ উইকেট পেয়েছেন আবু জায়েদ। সিরিজের পরের ম্যাচের জন্য এ থেকেই সান্ত্বনা খুঁজে নিচ্ছেন মুমিনুল। পুরস্কার বিতরণী মঞ্চে গিয়ে তিনি বলেন, ‘আমি বেশ কিছু ইতিবাচক দিক পাচ্ছি। বিশেষ করে আবু জায়েদ, চার উইকেট পেয়েছে। মুশফিকুর দুই ইনিংসেই (৪৩ ও ৬৪) দারুণ খেলেছে। লিটনও ভালো করেছে। টপ অর্ডার ব্যাটসম্যানদের খুব ভালো লাইন আপের বিপক্ষে খেলতে হয়েছে, এটা একটা চ্যালেঞ্জ। আমাদের ১৫-২০ ওভার টেকার চেষ্টা করতে হবে।’

বাংলাদেশি বোলাররা দাগ কাটতে না পারলেও ভারতীয় পেসাররা ছিলেন ভয়ংকর। দুই ইনিংসে ১৪ উইকেট পেয়েছেন উমেশ যাদব, মোহাম্মদ শামি ও ইশান্ত শর্মা। ফলে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে এখন দ্বিধান্বিত মনে হচ্ছে অধিনায়ককে, ‘ম্যাচের ফলে টস প্রভাব ফেলেছে। এটা বেশ কঠিন ছিল। আমরা জিতে ব্যাটিং বেছে নিয়েছিলাম। সিদ্ধান্তটা আসলেই কঠিন ছিল।’

ভারতের মাটিতে ভারত আগে ব্যাটিং করলে কী হয় সেটা দক্ষিণ আফ্রিকা কদিন আগেই দেখেছে। আবার প্রতিপক্ষ আগে ব্যাট করলে পেসাররা পরীক্ষা নিচ্ছেন। ফলে টস জেতার পর কী করা উচিত সেটা নিয়ে বিতর্ক থাকবেই। আপাতত সেটা ভুলে ২২ নভেম্বরের কলকাতায় দিবারাত্রির টেস্টের করণীয় নিয়ে ভাবছেন অধিনায়ক, ‘দিবারাত্রির টেস্ট খেলার কোনো অভিজ্ঞতা আমাদের নেই। আমরা সে ম্যাচটা উপভোগ করার চেষ্টা করব।’

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ

Wordbridge School
Link copied!