• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
গাইবান্ধায় ইজিবাইকে জন্ম নিল শিশু

হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হয় গর্ভবতী মাকে


গাইবান্ধা প্রতিনিধি এপ্রিল ৭, ২০২০, ১০:০৫ এএম
হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হয় গর্ভবতী মাকে

গাইবান্ধা : প্রসব বেদনা নিয়ে গাইবান্ধায় `মা ও শিশু কল্যাণ কেন্দ্রে' এসে স্থান না পেয়ে রাস্তায় ব্যাটারিচালিত ইজিবাইকে সন্তান জন্ম দিলেন অসহায় এক মা।

সোমবার ( ৬ এপ্রিল) রাতে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পাশে মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফুটফুটে এক ছেলে সন্তানের জন্মদেন মা মিষ্টি বেগম।

গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী মিষ্টি বেগম।

ভূক্তভোগীদের অভিযোগ, রাতে স্ত্রীর প্রসব ব্যথা উঠলে ইজিবাইকে করে স্ত্রীকে গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নিয়ে আসেন স্বামী আব্দুর রশিদ। সেসময় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে দায়িত্বরত পরিদর্শক তৌহিদা বেগম কোনো রকম পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই এখানে সম্ভব না জানিয়ে মিষ্টি বেগমকে অন্যত্র নিয়ে যেতে বলেন।

নিরুপায় হয়ে স্ত্রীকে নিয়ে মাতৃসদন কেন্দ্র থেকে ২০০ গজ দূরে মধ্যপাড়া সরকারি বিদ্যালয়ের সামনের রাস্তায় পৌঁছতেই ইজিবাইকের মধ্যেই সন্তান প্রসব করেন মিষ্টি বেগম। এ ঘটনায় মাতৃসদন কেন্দ্র ঘেরাও করে বিক্ষুব্ধ এলাকাবাসী।

পরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদ আহমেদ ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!