• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হায়দরাবাদেও কোহলিদের কাছে তিন দিনে হারল উইন্ডিজ


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৪, ২০১৮, ০৬:৩৭ পিএম
হায়দরাবাদেও কোহলিদের কাছে তিন দিনে হারল উইন্ডিজ

ঢাকা : হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জেতার জন্য ভারতের দরকার ছিল ৭২ রান। তৃতীয় দিনে বাকি ছিল ১৫ ওভারের মতো। সময় ছিল প্রায় ৪৫ মিনিট। তা আক্রমণাত্মক মেজাজেই ভারত (৭৫-০) পৌঁছে গেল জয়ের লক্ষ্যে। জয় এল ১০ উইকেটের বিশাল ব্যবধানে, মাত্র তিন দিনেই। অপরাজিত থাকলেন দুই ওপেনার। পৃথ্বী শ করলেন ৩৩। লোকেশ রাহুলও করলেন ৩৩। রাজকোটে প্রথম টেস্টও তিন দিনে জিতেছিল ভারত।

অথচ, রোববার সকালে ভারতের প্রথম ইনিংস যখন ৩৬৭ রানে থামিয়ে দিয়েছিল ক্যারিবিয়ানরা, তখন বোঝাই যায়নি ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে এভাবে আত্মসমর্পণ করবে ক্যারিবিয়ানরা। যা ভাবা যায়নি তাই হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ১২৭ রানে। ৪৬.১ ওভারেই থেমে গেল প্রতিরোধ। পেসার উমেশ যাদবই ভাঙলেন ক্যারিবিয়ান ব্যাটিং লাইনআপ। প্রথম ইনিংসে ৮৮ রানে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে তিনি ৪৫ রানে নিলেন ৪ উইকেট।ম্যাচে ১০ উইকেট হলো তাঁর।তিন উইকেট নিয়েছেন রবিন্দ্র জাদেজা। দুই উইকেট পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এক উইকেট কুলদীপ যাদবের। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সুনীল অ্যামব্রিস (৩৮), শাই হোপ (২৮) ছাড়া কেউ বিশের ঘর পার করতে পারেননি।

সকালে ৫৬ রানের লিড পেয়েছিল বিরাট কোহলির ভারত।  ৪ উইকেটে ৩০৮ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিলেন ঋষভ পন্থ ও আজিঙ্কা রাহানে। দু'জনেই সেঞ্চুরির কাছাকাছি ছিলেন। অসমাপ্ত পঞ্চম উইকেটে ঋষভ-রাহানে দেড়শোর মতো রান যোগও করে ফেলেছিলেন। মনে হচ্ছিল, ওয়েস্ট ইন্ডিজের ৩১১ রান টপকে দেড়শো থেকে দু'শো রানের লিড নেবে টিম ইন্ডিয়া।

তবে ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডারের মারাত্মক বোলিংয়ে ভেঙে পড়ে ভারতের ব্যাটিং।  রাহানে(৮০), জাদেজা (০), কুলদীপ যাদব (৬) পরপর ফিরেছিলেন তাঁর বলে। হোল্ডারের বোলিং ফিগার দাঁড়ায় এরকম, ২৩-৫-৫৬-৫। এর আগে ব্যাটেও ৫২ করেছিলেন হোল্ডার।

রাজকোটে সিরিজের প্রথম টেস্টে ৯২ রানে ফিরেছিলেন ঋষভ। এদিনও শ্যানন গ্যাব্রিয়েলের বলে ওই রানেই ফিরেছিলেন। পরপর দুই টেস্টে, লাগাতার দুই ইনিংসে ৯২ রানে ফিরলেন তিনি। রাহানেও তিন অঙ্কের রানে পৌঁছানোর সুযোগ হারিয়েছিলেন। লোয়ার অর্ডারে রান পাননি উমেশ যাদব (২)। কুঁচকির চোট নিয়েও নেমে ৪ রানে অপরাজিত থেকেছিলেন শার্দুল ঠাকুর। ভারতের লিড পঞ্চাশের ওপারে নিয়ে গিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন (৩৫)। শেষ উইকেটে অশ্বিন-শার্দুল যোগ করেছিলেন ২৮ রান। যা ম্যাচের পরিস্থিতি অনুসারে মূল্যবান হয়ে উঠল।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!