• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হিটম্যান রোহিত শর্মার ডাবল সেঞ্চুরি


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২০, ২০১৯, ০৮:০২ পিএম
হিটম্যান রোহিত শর্মার ডাবল সেঞ্চুরি

ঢাকা: রোহিত শর্মাকে কেন বিশ্বমানের ব্যাটসম্যান বলা হয়, তা আরও একবার প্রমাণিত হয়ে গেল। টেস্ট ক্রিকেটে ওপেনার হিসেবে চতুর্থ ইনিংসেই ডাবল সেঞ্চুরির মালিক হলেন টিম ইন্ডিয়ার ‘হিটম্যান’। এটাই তাঁর ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরি। গতকালই ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি করেন রোহিত।

এদিন সকাল থেকেই তাঁকে দেখা যায় বিধ্বংসী মেজাজে। দিনের প্রথম সেশনেই তিনি দেড়শোর গণ্ডি পেরিয়ে যান। মধ্যাহ্নভোজনের বিরতির সময় রোহিতের ব্যক্তিগত স্কোর ছিল ১৯৯ রান। ভারতের স্কোর ছিল ৪ উইকেটের বিনিময়ে ৩৫৭ রান।

মধ্যাহ্নভোজনের পর দ্বিতীয় ওভারেই নিজের কেরিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির গণ্ডি পেরিয়ে যান হিটম্যান। অসাধারণ পুল শটে দুর্দান্ত ছক্কা হাঁকিয়ে ডাবল সেঞ্চুরি করেন রোহিত। এর আগে রোহিতের ক্যারিয়ারে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল ১৭৭ রান। এদিন সহজেই টপকে যান তিনি। ওপেনার হিসেবে এই নিয়ে চার ইনিংসে তৃতীয় সেঞ্চুরি রোহিতের।

এদিনের ডাবল সেঞ্চুরির মাধ্যমে রোহিত বুঝিয়ে দিলেন, লম্বা ইনিংস খেলতেও তিনি প্রস্তুত। ওপেনার হিসেবে হিটম্যানের উত্থান টিম ইন্ডিয়াকে বড়সড় স্বস্তি দেবে, তাতে সন্দেহ নেই।

এদিকে, রোহিতের পাশাপাশি এদিন ব্যাট হাতে দুরন্ত খেলা দেখালেন গতকালের অপর অপরাজিত ব্যাটসম্যান আজিঙ্কা রাহানেও। নিজের টেস্ট ক্যারিয়ারের একাদশতম সেঞ্চুরি করেন রাহানে। তবে দেশের মাটিতে প্রায় ৩ বছর পর সেঞ্চুরি পেলেন তিনি। এর মাঝে অবশ্য বিদেশে একাধিক সেঞ্চুরি রয়েছে।

ঘরের মাঠে রাহানে রানে ফেরায় স্বস্তি পেল ভারতীয় শিবির। এটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর তৃতীয় সেঞ্চুরি। তিনি আউট হন ১১৫ রানে। আউট হওয়ার আগেই রোহিতের সঙ্গে ২৬৭ রানের জুটি বাঁধেন তিনি। শেষ পর্যন্ত রোহিত আউট হন ২১২ রানে।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!