• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হিটলারের সেই ‘প্রিয়’ কুমিরটি মারা গেছে


আন্তর্জাতিক ডেস্ক মে ২৪, ২০২০, ০৬:২২ পিএম
হিটলারের সেই ‘প্রিয়’ কুমিরটি মারা গেছে

ঢাকা: মারা গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখা একটি কুমির। এটি জার্মানির নাজি নেতা অ্যাডলফ হিটলারের প্রিয় ছিল বলে কথিত রয়েছে।

মৃত্যুর সময় এটি রাশিয়ার মস্কোর চিড়িয়াখানায় ছিল। কুমিরটির বয়স হয়েছিল ৮৪ বছর। খবর ডেইলি মেইলের

১৯৩৬ সালে যুক্তরাষ্ট্রে জন্ম স্যাটার্নের। এরপর বার্লিনের চিড়িয়াখানায় উপহার হিসেবে দেয়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও কুমিরটি সেখানেই ছিল। তবে যুদ্ধচলাকাকালে ১৯৪৩ সালে বোমা বিস্ফোরণে খাঁচাটি বিধ্বস্ত হলেও বেঁচে যায় ৭ বছরের স্যাটার্ন। তার সঙ্গী প্রাণীগুলো মারা যায়। সৌভাগ্যক্রমে স্যাটার্ন বেঁচে গিয়ে পালিয়ে যায় ওখান থেকে।

এর তিনবছর পর এক ব্রিটিশ সৈন্য তাকে পাওয়ার পর সোভিয়েত ইউনিয়নকে দিয়ে দেয়। এরপর থেকে রাশিয়াতেই ছিল কুমিরটা। গত ৭৪ বছর ধরে স্যাটার্নের দেখভাল করে আসছিল মস্কো চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!