• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হিলি স্থলবন্দরে কমেছে পেঁয়াজের দাম


হিলি (দিনাজপুর) প্রতিনিধি আগস্ট ২৫, ২০১৯, ১০:৪৩ পিএম
হিলি স্থলবন্দরে কমেছে পেঁয়াজের দাম

দিনাজপুর : দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম কমেছে প্রতি কেজিতে ১২-১৫ টাকা। গত দুই দিন আগে বন্দরে ভারত থেকে আমদানিকৃত যে পেয়াজ বিক্রি হয়েছে কেজি প্রতি  ৪০-৪২ টাকা, গতকাল শনিবার (২৪ আগস্ট) সেই পেঁয়াজ বিক্রি হয়েছে ৩০-৩২ টাকায়।

ঈদের ছুটির পর বন্দরে পেঁয়াজ আমদানি কম হওয়ায় লাগামহীনভাবে দাম বাড়তে শুরু করে আমদানি করা পেঁয়াজের। ঈদের আগের তুলনায় ঈদের পরে পেঁয়াজের দাম বেড়ে যায় কেজিতে ১৮-২০ টাকা। তবে শনিবার আমদানি বাড়ার সঙ্গে  সঙ্গে পেঁয়াজের দাম কমতে শুরু করে।

হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, কোরবানী ঈদের পর বন্দর দিয়ে প্রতিদিন ১৮-২০ ট্রাক পেঁয়াজ আমদানি হত। আর এখন তা বেড়ে ৩৫-৪০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। তাই আমদানি করা পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।

সোনালীনিউজ/সিআইএ/এএস

Wordbridge School
Link copied!