• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হিলিতে হানাদার মুক্ত দিবস পালিত


হিলি (দিনাজপুর) প্রতিনিধি ডিসেম্বর ১১, ২০১৮, ০৫:০৪ পিএম
হিলিতে হানাদার মুক্ত দিবস পালিত

ছবি: সোনালীনিউজ

দিনাজপুর : বর্ণাঢ্য র‌্যালি, শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে হিলি হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সিপি রোডে অবস্থিত উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি স্বাধীনতাযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ ‘সম্মুখ সমরে’ গিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশ নেন স্থানীয় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড, বিভিন্ন রাজনৈতিক নেতা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

পরে সম্মুখ সমর চত্বরে মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলীর সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর  রাফিউল আলম।

এ ছাড়াও বক্তব্য দেন পৌর মেয়য় জামিল হোসেন চলন্ত, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, মুক্তিযোদ্ধা নুরুল আমীন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি জাহিদুল ইসলামসহ অনেকে।

পরে সেখানে শহীদদের আত্মার প্রতি শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!