• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হু হু করে বাড়ছে সবজির দাম


আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি সেপ্টেম্বর ৭, ২০২০, ০৪:৩৪ পিএম
হু হু করে বাড়ছে সবজির দাম

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সর্বত্র হাট বাজারে হু হু করে বৃদ্ধি পাচ্ছে সবজির দাম। তবে কাঁচা মরিচ ধনিয়া পাতা, শিম টমেটো রয়েছে আকাশ ছোঁয়া।

গত ১ সপ্তাহের ব্যবধানে চিচিংগা, পেঁপে, পটল, করলা, ঝিঙা, ঢেড়সসহ বেশ কয়েক প্রকার সবজি কেজি প্রতি ১০-২০ টাকা বৃদ্ধি পেয়েছে। বাজার ৫০ টাকার নিচে কোন প্রকার সবজি মিলছে না। দিন দিন সবজির দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে সাধারণ ক্রেতারা।

স্থানীয় ব্যবসায়ীরা জানায় অতিরিক্ত বৃষ্টিপাত ও বন্যার কারণে সবজির ব্যাপক ক্ষতি হওয়ায় বাজারে সরবরাহ কমে গিয়ে দাম বৃদ্ধি পেয়েছে । সরবরাহ বৃদ্ধি পেলে দাম সহনশীল পর্যায়ে চলে আসবে বলে জানায়।

এদিকে পৌর শহরের সড়ক বাজার গিয়ে দেখা যায় প্রতি কেজি কাঁচা মরিচ ও ধনিয়া পাতা ৩০০ থেকে ২৮০ টাকা বিক্রি হচ্ছে। পাশাপাশি বরবটি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকা, চিচিংগা ৬০-৬৫ টাকা, পেঁপে ৫০-৬০ টাকা, পটল ৬০-৬৫ টাকা, করলা ৬০-৬৫ টাকা, ঝিঙা ৬০ টাকা, কচুর লতি ৪০-৫০ টাকা, কচুর মুখী ৫০-৬০ টাকা, কা‍ঁকরোল ৫০-৬০ টাকা, ঢেড়স ৫০-৫৫ গাজর ৭০-৮০ আলু ৪০, বেগুন ৬০-৭০, টমেটো ১০০-১১০ টাকা, সিম ১১০-১২০ টাকা । মুলা শাক ৩০ ও লাল শাক ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। তাছাড়া বাজারে মসলা, পেঁয়াজসহ অন্যান্য পণ্য এক প্রকার স্থিতিশিল রয়েছে।

তাছাড়া মাছের দাম কিছুটা কমেছে। মাছ রুই (বড়) ৩০০-(ছোট) ১৫০-১৮০,কাতল ২৫০, তেলাপিয়া ৮০-১০০, কার্প ১২০-২০০, পুটি ১৫০, টেংরা ৪০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা পৌর শহরের কলেজ পাড়া এলাকার মো. ইয়াসিন মিয়া বলেন, গত কয়েক দিন আগে ধনিয়া পাতা ও কাঁচা মরিচ ১৫০ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু এখন বিক্রি হচ্ছে প্রায় ৩শ টাকায়।

দেবগ্রাম এলাকার হুমায়ুন মিয়া বলেন, বাজারে সবজির বাজার খুবই চড়া। ৫০ টাকার নিচে বাজারে সবজি মিলছে না। তাছাড়া কাঁচা মরিচ ও ধনিয়া পাতা নাগালের বাইরে বলে জানায়। যে ভাবে সবজির দাম বাড়ছে মনে হয় নিন্ম আয়ের লোকদের যেন সবজি খাওয়া ছেড়ে দিতে হবে।

সড়ক বাজার সবজি ব্যবসায়ী মো: লিটন মিয়া বাংলাদেশের খবরকে বলেন, অতিরিক্ত বৃষ্টি ও বন্যার কারনে তুলনামূলক ভাবে বাজারে সবজির সরবরাহ কিছুটা কমে যাওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে। এ অবস্থা বেশী দিন থাকবেনা। সরবরাহ বৃদ্ধি পেলে দাম কমে যাবে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!