• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হুররে ওয়েফার স্কুল মিনি হ্যান্ডবল শুরু


ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ২, ২০১৯, ০৬:৫৩ পিএম
হুররে ওয়েফার স্কুল মিনি হ্যান্ডবল শুরু

ছবি সংগৃহীত

ঢাকা: ১২টি বালক ও ১২টি বালিকা দল নিয়ে শুরু হলো ‘হুররে ওয়েফর স্কুল মিনি হ্যান্ডবল টুর্নামেন্ট ২০১৯’। মঙ্গলবার (২ এপ্রিল) শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের যুগ্ন-সচিব মো. ওমর ফারুক এনডিসি। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপানায় পাঁচ দিনব্যাপী এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে প্রাণ-আরএফএল গ্রুপ।  

উদ্বোধনী দিনে বালক ও বালিকা বিভাগে বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়। বালক বিভাগে মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ ১৬-০০ গোলে ধানমন্ডি টিউটোরিয়ালকে, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ ২১-১ গোলে হীড ইন্টারন্যাশনাল স্কুলকে, হীড ইন্টারন্যাশনাল স্কুল ১২-২ গোলে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজকে, কদমতলা পুর্ব বাসাবো স্কুল ১৪-১ গোলে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজকে, সানিডেল ১৭-১ গোলে ধানমন্ডি টিউটোরিয়াল স্কুলকে, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ ২১-১ গোলে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজকে, সানিডেল ৮-৫ গোলে মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজকে, শহীদ পুলিশ স্মৃতি কলেজ ২১-৩ গোলে স্কলাসটিকা (মিরপুর) স্কুলকে, স্কলাসটিকা (উত্তরা) ৯-৪ গোলে স্কলাসটিকা (মিরপুর) স্কুলকে পরাজিত করে।

বালিকা বিভাগে মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ১৪-০০ গোলে মাইলস্টোন স্কুল এন্ড কলেজকে, হীড ইন্টারন্যাশনাল ৫-১ গোলে শহীদ পুলিশ স্মৃতি কলেজকে, সানিডেল স্কুল ১৫-৪ গোলে স্কলাসটিকা (উত্তরা) কে, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৭-৪ গোলে ধানমন্ডি টিউটোরিয়ালকে, মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ৪-০০ গোলে ধানমন্ডি টিউটোরিয়াল স্কুলকে, স্কলাসটিকা (উত্তরা) ৯-১ গোলে স্কলাসটিকা (মিরপুর) কে, শহীদ পুলিশ স্মৃতি কলেজ ১৫-৩ গোলে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুলকে পরাজিত করে। এছাড়া সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল ও হীড ইন্টারন্যাশনাল এর মধ্যকার ম্যাচটি ৪-৪ গোলে ড্র হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!