• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হৃদয় নদীর জল আজ শুকিয়ে যাচ্ছে!


মো. গোলাম মোস্তফা (দুঃখু) অক্টোবর ২৭, ২০১৮, ০৩:০৭ পিএম
হৃদয় নদীর জল আজ শুকিয়ে যাচ্ছে!

প্রতিদিন পথ চেয়ে বসে থাকা
কোনো এক বেলায়!
তোমার আসার পায়ের শব্দ শুনতে পাওয়া।

আমার কথা তোমার মনে আছে!
কি ব্যাথা দিয়ে গেলে
সেই সুখে আজও পথ চেয়ে থাকি।

হৃদয় নদীর জল আজ শুকিয়ে যাচ্ছে!
ভাবনার জলে হারিয়েছে তার প্রাণ।

সকালের সুর হারিয়েছে তার অস্তিত্ব
পাখিগুলো কবিতা শুনে ভয় পায়!
জীবন বাস্তবতা যে বড় কঠিন।

যে হাতে হাত রেখে পথ চলার কথায় হয়।
সে হাতেই লেখায় ভালো থেকো!

একটি আওয়াজের ভেতরে হারিয়ে যায়
পথ চলার বাস্তময় গল্প।

কোটি মানুষের ভিড়ে তোমাকে পেলাম
কোনো স্বপ্ন ছিল না!
মাটির দেহের ভাবনার আকাশে।

তোমার পথ দেখানোর ঠিকানায়
গল্প লেখার পৃষ্ঠা শুরু হলো ।

শেষ হবে গল্প লেখা, চরিত্র পাবে অভিনেতা!
হৃদয় হারাবে গল্পের গহীনের আয়নাতে দেখা মুখ।

লেখক : বিতার্কিক-শিক্ষার্থী, সাংবাদিকতা বিভাগ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলশী, চট্টগ্রাম।

Wordbridge School
Link copied!