• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হেটমায়ার যেভাবে ভারতকে বাউন্ডারির বাইরে পাঠালেন


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ১৬, ২০১৯, ১২:১৮ পিএম
হেটমায়ার যেভাবে ভারতকে বাউন্ডারির বাইরে পাঠালেন

ঢাকা: দুর্দান্ত এক সেঞ্চুরি করে ভারতকে হারিয়ে দিয়েছেন শিমরণ হেটমায়ার। রোববার (১৫ ডিসেম্বর) তার ব্যাটিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি ভারতীয় বোলাররা। খেলেছেন ১০৬ বলে ১৩৯ রানের ইনিংস। যে ইনিংসে রয়েছে ১১টি চার আর সাতটি ছক্কা। ভারতজুড়ে এখন একটাই আলোচনা হেটমায়ার। আইপিএল নিলামের আগে তার জন্য এই সেঞ্চুরি শাপেবর হয়ে এল। নিলামে এখন তাকে নিয়ে নিশ্চিতভাবেই কাড়াকাড়ি পড়ে যাবে।

এ রকম ব্যাটিং করার রহস্য কী? ম্যাচ সেরা হেটমায়ার জানালেন,‘ সত্যি কথা বলতে কী, আমি যতটা সম্ভব জোরে বল মারার চেষ্টা করি। আমার লক্ষ্য একটাই। বলটাকে বাউন্ডারি লাইনের ওপারে পাঠানো।’

হেটমায়ারের বিধ্বংসী ইনিংসে মুগ্ধ অনেক সাবেক ক্রিকেটারই। ভিভিএস লক্ষ্মণ যেমন টুইট করেছেন, ‘দারুণ পরিণত বোধের পরিচয় দিল হেটমায়ার। ম্যাচটা ঘুরিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজের দিকে। হোপও খুব ভালো খেলেছে। এই জয়টা ওয়েস্ট ইন্ডিজের প্রাপ্য ছিল।’’ ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ইয়ান বিশপের টুইট, ‘খুব নিয়ন্ত্রিত একটা ইনিংস খেলল হেটমায়ার। ঠান্ডা মাথায় নিজের ইনিংসকে টেনে নিয়ে গেল ও।’

এই ইনিংস যে তাঁর কাছে কতটা মূল্যবান, তা বোঝা যায় হেটমায়ারের কথা শুনে। তিনি বলেন, ‘এই সেঞ্চুরির মূল্য আমার কাছে অনেক। শেষ সেঞ্চুরিটা পেয়েছিলাম এই বছরের শুরুতে। পরের বছরে আমার লক্ষ্য হবে ধারাবাহিক ভাবে ভালো খেলা।’ এই নিয়ে পাঁচটি ওয়ানডে সেঞ্চুরি হয়ে গেল হেটমায়ারের। ভারতের বিরুদ্ধে দুই নম্বর সেঞ্চুরি।

হেটমায়ার যোগ করেন,‘ আমি পরিকল্পনা অনুযায়ী ব্যাট করে গিয়েছি।’’ আপনার মাথায় কি আসন্ন আইপিএলের নিলামের ব্যাপারটা ছিল ব্যাট করার সময়?

হেটমায়ারের জবাব, ‘আমি আইপিএল নিলাম নিয়ে কিছু ভাবছিলাম না। এর আগে যখন খেলেছিলাম, সেঞ্চুরি করেছিলাম। কিন্তু দল জিততে পারেনি। এবার জিতল। ম্যাচের পরে এ রকম জয়ের হাসি হাসতে পারলে সত্যিই ভালো লাগে।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!